টপিকঃ বিডিপ্রেস টোয়েন্টিফোর ডটকম এ নিয়োগ বিজ্ঞপ্তি
প্রিয় ফোরামিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভাল আছেন। আমি আমার চলার পথে প্রজন্ম ফোরাম থেকে অনেক প্রযুক্তিগত সহায়তা পেয়েছি। তাই সেলক্ষ্যে মুধুমাত্র ফোরামিকদের মধ্যে কেউ থাকলে নিচের জবের জন্য আবেদন করতে পারেন।
কার্যক্ষেত্র : www.bdpress24.com
কাজের ধরন : সাব-এডিটর (চুক্তি ভিত্তিক)
সম্মানী : আলোচনা সাপেক্ষে
আগ্রহী কোন ফোরামিক ভাই অথবা বোন থাকলে প্রজন্ম ফোরামের রেফারেন্স দিয়ে bdpress2015@gmail.com এ সিভি পাঠিয়ে দিন।