টপিকঃ ক্লাউড হোস্টিং কিনুন স্বল্প মূল্যে ।আপনার সাইট আর কখনও ডাউন হবে না ।
ক্লাউড হোস্টিং কি ?
ক্লাউড হোস্টিং বর্তমানে অত্যাধুনিক এক হোস্টিং প্রযুক্তি। এর সবচেয়ে বড় সুবিধা হল স্কেলেবিলিটি। স্কেলেবিলিটি হল যেখানে অতিরিক্ত ট্রাফিকের সময় অটোমেটিক আপনার জন্য বরাদ্দকৃত রিসোর্স বাড়তে থাকবে। অর্থাৎ হঠাৎ যদি আপনার সাইটে ট্রাফিক স্পাইক করে, কোন কারণে প্রচুর ভিজিটর একই সময়ে প্রবেশ করে তখনও আমাদের ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার এবং লোড ব্যালেন্সিং এর কারণে আপনি থাকছেন নিশ্চিন্ত। যতই ট্রাফিক আসুক, সেই অনুসারে আপনার সাইটের জন্য নির্ধারিত রিসোর্স বাড়তে থাকবে। ফলে আপনি সবসময় নিশ্চিন্ত থাকছেন। আপনার সাইট অনলাইন হচ্ছেনা। সুতরাং ক্লাউড হোস্টিং এই পাচ্ছেন সেরা সার্ভিস।
কাদের জন্য এই ক্লাউড হোস্টিং ?
বাংলাদেশের বেশিরভাগ ব্লগার ওয়েব ডেভলপার এরা সাইট এ ভিজিটর সামাল দিতে হতাশায় ভোগেন , কারণ অতিরিক্ত ট্রাফিক সামাল দিতে চাই ভিপিএস কিংবা ডেডিকেটেড হোস্টিং কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকের পক্ষেই এত বিপুল পরিমান খরচ করা সম্ভব না এবং সার্ভার এর কঠিন ইন্টারফেস ম্যানেজমেন্ট এর জন্য অতিরিক্ত টাকা দেয়াও ঝামেলা। তাই যাদের সাইট এর ভিজিটর প্রতিদিন ২০০০ - ১ লাখ বা এর ও বেশি তাদের উচিত কম খরচে ক্লাউড হোস্টিং ব্যাবহার করা। আমাদের তৈরিকৃত সহজ ইন্টারফেস এর মাধ্যমে সহজেই আপনার সাইট আপনি মানেজ করতে পারবেন।
সিকিউরিটি
আমাদের সিকিউরিটি আপনাকে দেবে সর্বোচ্চ সুরক্ষা। আমাদের বিল্ট ইন সিকিউরিটি DDos এটাকসহ প্রভৃতি হ্যাকিং থেকে আপনাকে নিরাপত্তা দেবে। তাছাড়া আমাদের ওয়ার্ডপ্রেস টিম, আপনার সাইটের সিকিউরিটি বাড়াতে আপনাকে সহায়তা করবে। এছাড়াও ওয়েবসাইটের ব্যাকআপ রাখা আপনার নিজের জন্যই জরুরি। আমাদের সার্ভিসে বিল্ট ইন ব্যাকাপ সার্ভিস আপনার কন্টেন্ট প্রতিদিন ১ বার অন্য একটি পৃথক সার্ভারে ব্যাকাপ রাখবে। আপনি আপনার ওয়েবসাইটের কন্টেন্ট নিয়ে ব্যস্ত থাকুন, যেটা আপনার কাজ। সার্ভার ম্যানেজমেন্ট এর দায়িত্ব ছেড়ে দিন NR Hosting এর উপর।
ট্রাফিক স্পাইক ও লোড ব্যালেন্সিং
ভি পি এস বা ডেডিকেটেড হোস্টিং এর মত এ সুবিধা কি ? ক্লাউড হোস্টিং এর সবচেয়ে বড় সুবিধা হল স্কেলেবিলিটি। স্কেলেবিলিটি হল যেখানে অতিরিক্ত ট্রাফিকের সময় অটোমেটিক আপনার জন্য বরাদ্দকৃত রিসোর্স বাড়তে থাকবে। অর্থাৎ হঠাৎ যদি আপনার সাইটে ট্রাফিক স্পাইক করে, কোন কারণে প্রচুর ভিজিটর একই সময়ে প্রবেশ করে তখনও আমাদের ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার এবং লোড ব্যালেন্সিং এর কারণে আপনি থাকছেন নিশ্চিন্ত। যতই ট্রাফিক আসুক, সেই অনুসারে আপনার সাইটের জন্য নির্ধারিত রিসোর্স বাড়তে থাকবে। ফলে আপনার সাইট ২৪ ঘণ্টা আপ থাকবে।
Cloud Pack A
$14.99/ 1200 BDT
Month
যখন হোস্টিং কিনবেন তখন এই লিঙ্ক এ গিয়ে হোস্টিং কিনুন তাহলে আপনি পাবেন ৫-৮% ছাড় ।
http://goo.gl/BuWeRt
এছাড়াও আপনি অন্যান্য হোস্টিং এর ক্ষেত্রেও একই ছাড় পাবেন যদি এই লিঙ্ক থেকে হোস্টিং কিনেন তবে ।
http://goo.gl/BuWeRt
অন্যান্য হোস্টিং সার্ভিস - -
Package A ( Linux )
$ 2.70/ Month
Or 215 BDT monthly
Cloud Linux
$ 4.00/ Mo
Or $ 45.5 Yearly!
WordPress Pack2
$ 8.00/ Mo
Or 640 BDT
VPS 2
$ 28.00/ Mo
Or 2240 BDT Monthly
আমার সাথে যোগাযোগ করতে পারেন
www.facebook.com/abid.nuri