Re: ভ্রমণ বাংলাদেশ ০২ : মুন্সিগঞ্জ
আমি সম্পুর্ন শরিয়তপুর এর উপর কাজ করব আশা আছে। আর হ্যা মেলা হবে । ভেদরগঞ্জ ।মহিষার দিঘীর পাড়ে । ওইটা সম্পর্কে কিছু লিখব।
বিঃদ্রঃ সঙ্গে যুক্ত ছবি গুলো ভাল নাও হতে পারে। কারণ আমার ক্যামেরা নাই । মোবাইল দিয়ে তুলব।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » রোমাঞ্চ » ভ্রমণ » ভ্রমণ বাংলাদেশ ০২ : মুন্সিগঞ্জ
আমি সম্পুর্ন শরিয়তপুর এর উপর কাজ করব আশা আছে। আর হ্যা মেলা হবে । ভেদরগঞ্জ ।মহিষার দিঘীর পাড়ে । ওইটা সম্পর্কে কিছু লিখব।
বিঃদ্রঃ সঙ্গে যুক্ত ছবি গুলো ভাল নাও হতে পারে। কারণ আমার ক্যামেরা নাই । মোবাইল দিয়ে তুলব।
আমি সম্পুর্ন শরিয়তপুর এর উপর কাজ করব আশা আছে। আর হ্যা মেলা হবে । ভেদরগঞ্জ ।মহিষার দিঘীর পাড়ে । ওইটা সম্পর্কে কিছু লিখব।
বিঃদ্রঃ সঙ্গে যুক্ত ছবি গুলো ভাল নাও হতে পারে। কারণ আমার ক্যামেরা নাই । মোবাইল দিয়ে তুলব।
কিধরনের মেলা হয়?
ঢাকা থেকে কি করে যাওয়া যায়?
এখন যেয়ে দেখেন ভাল রাস্তা পাবেন ।
জলদস্যু ভাই, ৭ দিন ধরে প্রতিবছর পহেলা বৈশাখ হতে বৈশাখি মেলা হয়। ঐতিহ্যবাহী মেলা। ঢাকা থেকে গেলে আপনার ১-২ দিন থাকতে হবে। আমি কাল যাচ্ছি । আর হ্য্য , নিয়ম হল, গুলিস্তান অথবা সায়দাবাদ থেকে মাওয়ার বাস ধরতে হবে , মাওয়া পৌছিয়ে মঙ্গল মাঝীর ঘাট এর লঞ্ছে উঠতে হবে (কাওরাকান্দি না কিন্তু,আরো ক্লিয়ার হতে বলবেন শরীয়তপুর যাওয়ার লঞ্চ) চাইলে স্পিড বোটেও যেতে পারেন। কিন্তু রিস্কি। এরপর লঞ্চ থেকে নেমে ভেদরগঞ্জের বাসে যেতে হবে। এরপর আমাকে একটা ফোন দিলেই হবে । আর না দিলে কাউকে জিজ্ঞেস করলেই হবে মেলায় যাব। আপনি চাইলে আমার সঙ্গে যেতে পারেন। (যদিও আমি একটু অসুস্থ,তবে আশা করি কাল নাগাদ সুস্থ হয়ে যাবো।)
আর না দিলে কাউকে জিজ্ঞেস করলেই হবে মেলায় যাব। আপনি চাইলে আমার সঙ্গে যেতে পারেন।
ধন্যবাদ ত্রিনিত্রি ভাই। কিন্তু আগামীকাল যাওয়া যাবেনা, আগামী কালের প্লান করা হয়েগেছে, যাবো তেপান্তরে।
মাওয়া পৌছিয়ে মঙ্গল মাঝীর ঘাট এর লঞ্ছে উঠতে হবে (কাওরাকান্দি না কিন্তু,আরো ক্লিয়ার হতে বলবেন শরীয়তপুর যাওয়ার লঞ্চ) চাইলে স্পিড বোটেও যেতে পারেন।
ফেরি দিয়ে পার হওয়ার ব্যবস্থা নেই? হয় স্পিড বোট নয়তো ফেরি। লঞ্ছে আমার ভরসা নেই।
আমার বার্তা পাঠান এ আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েন। সময়-সুযোগ করতে পারলে সাত দিনের যে কোনো দিন চলে যাবো।
যদিও আমি একটু অসুস্থ,তবে আশা করি কাল নাগাদ সুস্থ হয়ে যাবো।
আপনার সুস্থতা কামনা করছি।
ধন্যবাদ সবাইকে আমার এলাকা নিয়ে বলার জন্য,...।
উপরের যায়গা গুলি ছারাও আরু অনেক কিছু আছে মুন্সিগঞ্জ এ...।
যেমনঃরাজা বিজয় সেন এর আমুলের সেই পরানু বাড়ী,পাল দের বাড়ী যেটাকে আমরা পালবাড়ী বলে থাকি,নাটাষর এর নতুন পাওয়া ৫০০ বছর আগের বাড়ী,পোলঘাটা ব্রিজ) ইত্যাদি...।
ধন্যবাদ সবাইকে আমার এলাকা নিয়ে বলার জন্য,...।
উপরের যায়গা গুলি ছারাও আরু অনেক কিছু আছে মুন্সিগঞ্জ এ...।
যেমনঃরাজা বিজয় সেন এর আমুলের সেই পরানু বাড়ী,পাল দের বাড়ী যেটাকে আমরা পালবাড়ী বলে থাকি,নাটাষর এর নতুন পাওয়া ৫০০ বছর আগের বাড়ী,পোলঘাটা ব্রিজ) ইত্যাদি...।
এগুলিতে কি করে যেতে হয় বিস্তারিত লিখলে ভালো হতো।
প্রজন্ম ফোরাম » রোমাঞ্চ » ভ্রমণ » ভ্রমণ বাংলাদেশ ০২ : মুন্সিগঞ্জ
০.০৬১৪০৭০৮৯২৩৩৩৯৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৩.০৪৭৫৫৯৯৩১৬৬৬ টি কোয়েরী চলেছে