Re: সি সি ক্যামেরা সম্পর্কে জানতে চাচ্ছি?
আসসালামুআলাইকুম
আশা করি ফোরামের সকলে স্বপরিবারে ভাল আছেন।আমি নিজেও আমার বাড়িতে সিসি ক্যামেরা লাগাতে চাচ্ছি।ব্রাসু দা এর মতে নিজে নিজে করাটা খুব এক্ট জটিল কিছু না এবং আমিও মনে করি ইনশা আল্লাহ আমি করতে পারব।কিন্তু যেহেতু আমার এই ব্যাপারে কোনো ধরনের পূর্ব অভিজ্ঞতা নেই সেই হিসেবে এই জিনিস গুলো ব্যাপারে ফোরামের অভিজ্ঞজনের পরামর্শ পেলে খুব উপকৃত হতাম।
*সিসিটিভি ক্যামেরা কোন ব্রান্ড এর টা ভাল হবে এবং দাম কেমন পরবে?
* কো-এ্যাক্সিয়াল কেবল + কানেক্টর ইত্যাদি কোন ব্রান্ড এর টা ভাল হবে এবং দাম কেমন পরবে?
* ডিভিআর কোন ব্রান্ড এর টা ভাল হবে এবং দাম কেমন পরবে?
বাড়ির বাহিরে যেই ক্যামেরা টা লাগাব সেটা রাস্তা থেকে মিনিমাম ১৩ ফিট উপরে (বেশীও হতে পারে) হবে সেইক্ষেত্রে কিরকম ক্যামেরা হলে ভাল হবে?আপাতত আমার চারটি ক্যামেরা হলেই হবে ভবিষ্যতে আরও বাড়াব ক্যামেরা।আর একটা ব্যাপার হল আমি চাচ্ছি আমার বাড়িতে কে আসল সেটা দেখার জন্য একটা ডিসপ্লে লাগাতে চাচ্ছি মেইনডোর এ যাতে লুকিং গ্লাস দিয়ে দেখা না লাগে।ঝামেলা বিহীন এটা করতে হলে কি করা লাগবে কিংবা এরকম কোনো ডিভাইস আছে?
সকলে ভাল থাকবেন।