টপিকঃ ছোট্ট জীবনে ভ্রমণ করা স্থানগুলো
ভ্রমণ করার নেশাটা আমার খুব ছোটবেলা থেকেই। আমি যেমন ভ্রমণ করতে ভালোবাসি,আমার বাবাও ঠিক তেমন। বিভিন্ন জায়গায় ছোটবেলায় ঘুরে বেড়িয়েছি আমার বাবার সাথেই আর দেশের প্রতি ভালোবাসা থেকেও, দেশকে জানার জন্য ভ্রমণ করতে কাজ করে এক অন্যরকম আনন্দ। সময়ের অপেক্ষায় থাকি কখন আসবে সেই সময়। আমার এই ছোট্ট জীবনের বয়স কুড়িও নয়।বর্তমানে ঢাকার একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ছি। কিন্তু যখন থেকে আমি ভ্রমণ শুরু করেছি,তখনও মোবাইল ক্যামেরা, ডিএসএলআর ইত্যাদি জিনিসগুলো এত জনপ্রিয় ছিলনা।আমাদের একটা অ্যানালগ ক্যামেরা আছে।ওটাতেই কিছু ছবি তোলা হত। এখন অবশ্য মোবাইল ক্যামেরা আছে।রিসেন্টলি যেসব জায়গায় যাওয়া হয়েছে সেগুলোর অনেক ছবিও তুলেছি।কিন্তু সব ছবি গেঁথে আছে মনে। ঐ যায়গাগুলোর নাম শুনলেই ছবিখানা ভেসে ওঠে চোখে।
যা হোক ছোট্ট জীবনে যেসব জায়গায় পদচিহ্ন এঁকেছি আমি:
১.শিশু পার্ক,শাহবাগ,ঢাকা।
২.জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকা।
৩.ফ্যান্টাসি কিংডম, আশুলিয়া, ঢাকা।
৪.কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাবি সংলগ্ন, ঢাকা।
৫.জাতীয় সংসদ ভবন,ঢাকা।
৬.বসুন্ধরা সিটি শপিং মল,পান্থপথ, ঢাকা।
৭.বঙ্গবন্ধু নভোথিয়েটার, তেজগাঁও, ঢাকা।
৮.লালবাগের কেল্লা।
৯.জাতীয় স্মৃতিশৌধ, সাভার, ঢাকা।
১০.লোক ও কারুশিল্প জাদুঘর,সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
১১.বাংলার তাজমহল,সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
১২.পানাম নগরী,সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
১৩.শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম,বারদী,নারায়ণগঞ্জ।
১৪.জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,সাভার ঢাকা।
১৫.পদ্মাপাড়ের সূর্যাস্ত, রাজশাহী।
১৬.রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সাবাস বাংলাদেশ,রাজশাহী।
১৭.কক্সবাজার সমুদ্র সৈকত,কক্সবাজার।
১৮.ময়নামতি বৌদ্ধ বিহার,ময়নামতি,কুমিল্লা।
১৯.প্রত্নতত্ত্ব জাদুঘর,কুমিল্লা।
২০.বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি,বার্ড,কুমিল্লা।
২১.লালমাই পাহাড়,কুমিল্লা।
২২.শালবন বৌদ্ধ বিহার,কুমিল্লা।
২৩.ইনানী সমুদ্র সৈকত,কক্সবাজার।
২৪.হিমছড়ি, কক্সবাজার।
২৫.ছেঁড়াদ্বীপ,সেন্টমার্টিন্স।
২৬.প্রবালদ্বীপ,সেন্টমার্টিন্স।
২৭.মাহাসিংদ্রোহী বৌদ্ধমন্দির, কক্সবাজার।
২৮.কিন ব্রিজ,সিলেট।
২৯.কান্তজীউ মন্দির, দিনাজপুর।
৩০.দিনাজপুর রাজবাড়ী,দিনাজপুর।
৩১.হাজী দানেশের কবরস্থান,দিনাজপুর।
৩২.রামসাগর জাতীয় উদ্যান,দিনাজপুর।
৩৩.গল্লামারী ও খুলনা বিশ্ববিদ্যালয়,খুলনা।
৩৪.হাজীগঞ্জ দুর্গ, নারায়ণগঞ্জ।
৩৫.নাট্যকার সেলিম আল দ্বীনের কবরস্থান।
৩৬.বাংলা একাডেমী,বইমেলা,ঢাকা।
৩৭.বাংলাদেশ ভারত সীমান্ত, বেনাপোল,যশোর।
৩৮.বারাসাত,অমরাবতী,কলকাতা।
৩৯.ভিক্টোরিয়া মেমোরিয়াল,কলকাতা,ভারত।
৪০.হাওড়া ব্রীজ,হাওড়া,ভারত।
৪১.মেট্রো রেলওয়ে স্টেশন,কলকাতা, ভারত।
উল্লেখযোগ্য নদী পারাপার:
১.পদ্মা
২.মেঘনা
৩.যমুনা
৪.ধলেশ্বরী
৫.শীতলক্ষ্যা
৬.নাফ
ভবিষ্যতে দেশটাকে আরও জানার ইচ্ছে আছে। ইচ্ছে আছে আরও বিচিত্র সব প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী হয়ে বিদেশের বুকেও পদচিহ্ন আঁকার।জানিনা সুযোগ হবে কি না।সুযোগ হলে এর সিক্যুয়াল ২ লিখব।