২১

Re: ছোট্ট জীবনে ভ্রমণ করা স্থানগুলো (পর্ব-২)

হ্যা আপনার দেওয়া ভ্রমন জায়গা গুলি সুন্দর।
আমার অনেক ভাল লেগেছে,কিন্তু এগুলি ছারাও আরু অনেক দেখার মত জায়গা আছে যা আমার অনেক পছন্দের ,যেমন (নোয়াখালির নিজূম দীপ,চট্টগ্রাম এর সীতাকুণ্ড,বারো আউলিয়ার মাজার্ ,রানী রাসমণি বিচ,ফয়স লেক) ইত্যাদি...

২২ সর্বশেষ সম্পাদনা করেছেন Shoumik (১০-০৮-২০১৫ ১৪:০২)

Re: ছোট্ট জীবনে ভ্রমণ করা স্থানগুলো (পর্ব-২)

saiful048 লিখেছেন:

হ্যা আপনার দেওয়া ভ্রমন জায়গা গুলি সুন্দর।
আমার অনেক ভাল লেগেছে,কিন্তু এগুলি ছারাও আরু অনেক দেখার মত জায়গা আছে যা আমার অনেক পছন্দের ,যেমন (নোয়াখালির নিজূম দীপ,চট্টগ্রাম এর সীতাকুণ্ড,বারো আউলিয়ার মাজার্ ,রানী রাসমণি বিচ,ফয়স লেক) ইত্যাদি...

আমার এই সিক্যুয়ালের ১ নং পোস্টটা পড়তে পারেন।ওখানে যেসব যায়গায় গিয়েছি সব বলা আছে। এখানে কিছু ছবি দিয়েছি।পরের সিক্যুয়েলে আরও দিবো। দেখার জায়গার কি শেষ আছে! তবে আপনি যে জায়গাগুলোর কথা বললেন সেগুলোতে আমার যাওয়া হয়নি।সুযোগ হলে যাবো।