টপিকঃ ফিস্টুলার চিকিৎসা ।
আমার এক ফ্রেন্ড গত একমাস আগে থেকে বুঝতে পারে যে তার একটা ফিস্টুলা আছে । এখন হোমিও চিকিৎসা নিচ্ছে । আগের চেয়ে একটু ভালো । চিকিৎসক বলছে সেরে যাবে । কিন্তু আমি গুগল করে যা দেখলাম তাতে আমারই ভয় করছে । এ বিষয়ে যদি কেউ বলতেন । আমার ফ্রেন্ড এর বয়স ২৩ বছর ।
হোমিও চিকিৎসা করা কি উচিত ?
অপারেশন করা কি উচিত ?
কোথায় ভালো চিকিৎসা পাওয়া যাবে ।
প্লিজ .....................।।