টপিকঃ লিনাক্সে মডেম কানেকশন প্রবলেম

আমার টেলিটক মডেম দিয়ে লিনাক্সে কানেক্ট করতে গেলে রুট পারমিন দিয়ে Teletalk_3G এপটি চালাতে হয়। যা আমি ট্রারমিনালে করে থাকি নিচের মতো কমান্ড দিয়ে-

sudo /bin/Teletalk_3G

এখন আমি চাচ্ছি আমি যখনই পিসি ওপেন করবো তখনই যেন এই মডেমটি চালু হয়ে যায়। যেহেতু রুট পারমিশন আছে তাই startup application দিয়ে করলেও কাজ করছে না। কেউ কি কোন সাহায্য করতে পারেন।

আমাকে কোথাও পাবেন না।

Re: লিনাক্সে মডেম কানেকশন প্রবলেম

rc স্ক্রিপ্টে যোগ করে দিয়ে দেখতে পারেন । (/etc/rc.local)

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: লিনাক্সে মডেম কানেকশন প্রবলেম

আমাকে কোথাও পাবেন না।

Re: লিনাক্সে মডেম কানেকশন প্রবলেম

গোল ভাইকে ফোন দাও। smile

Re: লিনাক্সে মডেম কানেকশন প্রবলেম

আমাকে কোথাও পাবেন না।

Re: লিনাক্সে মডেম কানেকশন প্রবলেম

sudo /bin/Teletalk_3G

রিং'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: লিনাক্সে মডেম কানেকশন প্রবলেম

আমাকে কোথাও পাবেন না।

সর্বশেষ সম্পাদনা করেছেন সাইফুল_বিডি (০৫-০৮-২০১৫ ১৩:১৩)

Re: লিনাক্সে মডেম কানেকশন প্রবলেম

visudo তে NOPASSWD:ALL হিসাবে /bin/Teletalk_3G এড করে দিতে পারেন . visudo path /etc/sudoers

এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।