টপিকঃ https এবং http জনিত সমস্যা ( date time জনিত কোন সমস্যা না )
আমি Linux Mint 17 ব্যবহার করি । কিছু দিন যাবত আমি firefox browser হতে https বেতিত কোন http সাইট ব্রাউজ করতে পারছিলাম না। কিন্তু chrome দিয়ে https এবং http সকল সাইট ব্রাউজ করতে পারি। firefox browser remove করে আবার install করলাম তাতেও কোন কাজ হল না। এরপর opera install করলাম কিন্তু আগের মতই https বেতিত কোন http সাইট ব্রাউজ করতে পারছিলাম না।কিন্তু chrome দিয়ে https এবং http সকল সাইট ব্রাউজ করতে পারি। কিছু দিন পর খেয়াল করলাম update manager থেকে কিছুই update করা যাচ্ছে না।terminal থেকে আবার সব কিছু update করা যাচ্ছে ।
এই সমস্যা সমাধানে আপনাদের পরামর্শ আশা করছি।