Re: উইন্ডোজ ১০ রিলিজ হল! ফ্রিতে জেনুইন উইন্ডোজ নিয়ে নিন।
Windows 10 Professional এটাই যথেষ্ঠ।
ফ্রী পাবো বা পাইরেসি যেহুতু করবো তাই বেশী জিনিস আছে সেটাই নামাবো ।
N দিয়ে কি বুঝিয়েছে ?
অ্যাক্টিভেশনের ঝামেলায় যেতে হবে।
এই বিষয়ে টেকটিউনের এক ব্লগার তার টিউনে বলেছেন
টেকটিউনসে আজকের উইন্ডোজ ১০ এর ডাউনলোড নিয়ে যতো টিউন করা হয়েছে সেগুলোর টিউমেন্ট সেকশন দেখলে বুঝা যায় ট্রায়াল নিয়েও অনেকে বিভ্রান্ত! উইন্ডোজ চালু হওয়ার পরে একটিভেশন উইন্ডো আসলেও অনেকের পিলে চমকে যায়! যাহোক, সমস্যা যেখানে আছে সমাধান সেখানে থাকবেই। আর টেকটিউনস যে দেশে আছে সেখানে প্রযুক্তি বিষয়ক সমস্যা থাকার তো প্রশ্নই আসে না। আজ টেকটিউনসের এই নগন্য টিউনার আপনারকে বিনামূল্যে সারা জীবনের জন্য উইন্ডোজ ১০ একটিভেশনের প্রক্রিয়া দেখাবে।