সর্বশেষ সম্পাদনা করেছেন shaonzx (২৫-০৭-২০১৫ ২০:৩৭)

টপিকঃ ইবে থেকে ল্যাপটপ কেনা কি নিরাপদ ?

ইবে থেকে মাঝে মাঝেই অল্পবিস্তর কেনাকাটা করি - বই, মোবাইল ফোন, র্যাম,  মাউস, কিবোর্ড এইসব। নরমালি ছোটোখাটো কিছু হলে পোস্টম্যান বাসায় দিয়ে যায়, ভারী কিছু হলে ফোন দিয়ে পোস্ট অফিসে যেতে বলে। এই প্রথম ল্যাপটপের মতো ভারী(ওজন + দাম দুইটাই) কিছু কিনলাম, শিপিং মেথড - USPS । ইবে/দেশের বাইরে থেকে ল্যাপটপ কিনেছেন এমন কেউ থাকলে আমার করনীয় কিছু আছে কিনা জানান প্লিজ।

Re: ইবে থেকে ল্যাপটপ কেনা কি নিরাপদ ?

এই ফোরামে কার কাছে যেনো শুনেছিলাম যে ৮০০০ টাকা ভ্যাট দিতে হয়েছিলো ল্যাপটপ এর জন্যে ...
যাই হউক ।... আমি টিভির খবরে অনেক শুনেছি যে ডেক্সটপ কম্পিউটারে নাকি ভ্যাট নাই এই কথা কি সত্য , যদি তাই হয় তবে আমি ভাবছি একটা পিসি বানিয়ে আনবো । কাউরি জানা থাকলে আশা করি উত্তর দেবেন । । ।

কি আর বলবো । সাইট থাকলে ঠিকানা দিতাম ......

Re: ইবে থেকে ল্যাপটপ কেনা কি নিরাপদ ?

Re: ইবে থেকে ল্যাপটপ কেনা কি নিরাপদ ?

গত ৬০ দিনে আমি কিনেছে

১। রাউটার
২। ৬৪ জিবি পেনড্রাইভ
৩। ৩২ জিবি মেমোরি
৪। ১ টি ট্যাব
৫। ১২৮ জিবি পেন ড্রাইভ
৬। কার্ড রিডার

কিন্তু কার্ড রিডার ছাড়া একটা প্রোডাক্ট ও আসে নি ।

কি আর বলবো । সাইট থাকলে ঠিকানা দিতাম ......

Re: ইবে থেকে ল্যাপটপ কেনা কি নিরাপদ ?

Re: ইবে থেকে ল্যাপটপ কেনা কি নিরাপদ ?

Re: ইবে থেকে ল্যাপটপ কেনা কি নিরাপদ ?

কি আর বলবো । সাইট থাকলে ঠিকানা দিতাম ......