টপিকঃ ইবে থেকে ল্যাপটপ কেনা কি নিরাপদ ?
ইবে থেকে মাঝে মাঝেই অল্পবিস্তর কেনাকাটা করি - বই, মোবাইল ফোন, র্যাম, মাউস, কিবোর্ড এইসব। নরমালি ছোটোখাটো কিছু হলে পোস্টম্যান বাসায় দিয়ে যায়, ভারী কিছু হলে ফোন দিয়ে পোস্ট অফিসে যেতে বলে। এই প্রথম ল্যাপটপের মতো ভারী(ওজন + দাম দুইটাই) কিছু কিনলাম, শিপিং মেথড - USPS । ইবে/দেশের বাইরে থেকে ল্যাপটপ কিনেছেন এমন কেউ থাকলে আমার করনীয় কিছু আছে কিনা জানান প্লিজ।