টপিকঃ মনিটরের ভৌতিক আচরন।
আমি samsung এর S19A300N মডেলের LED মনিটর ব্যবহার করি। হটাৎ কিছুক্ষণ আগের থেকে মনিটরের automatic কালার, ব্রাইটনেস সবকিছূ পরিবর্তন হয়ে যাচ্ছে। যেহেতু এটির কন্ট্রোলটি টাচ প্যানেল। তাই নিজে থেকেই মেনু চালু হয়ে ব্রাইটনেস বেড়ে যাচ্ছে। এবং store mood লেখা দেখিয়ে বারবার মনিটর অন-অফ হচ্ছে। বড় ভ্যাজালে পড়লাম।
জ্ঞানীজনেরা একটু হেল্প করবেন, প্লিজ।
Nothing Like Anything
????????????????????????????????????????????????????????????????????