টপিকঃ HDD Low Level Format টুল দরকার
মোটামুটি গোটা পঞ্চাশেক হার্ড্রাইভ আছে আমার কাছে এখন। লো লেভেল ফরম্যাট করলে অন্ততপক্ষে ৫০% ভালো হওয়ার চান্স আছে। কিন্তু কোন নির্ভরযোগ্য সফটওয়্যার খুজে পাচ্ছি না। আগে HDDGuru ব্যবহার করতাম একসময়, কিন্তু এইটা ইদানিং কাজের মনে হচ্ছে না।