টপিকঃ গুগল ম্যাপ

টপিকের মাঝে গুগল ম্যাপ শেয়ার করার কোন অপশন আছে কি?

Re: গুগল ম্যাপ

স্ক্রীনশট আর লিঙ্ক দিয়ে দিলে হয়না?

Re: গুগল ম্যাপ

Re: গুগল ম্যাপ

গুগল ম্যাপ এমবেড করতে হলে আইফ্রেম সাপোর্ট লাগবে। প্রজন্ম ফোরাম সম্ভবত আইফ্রেম সাপোর্ট করেনা। ফোরামের কাস্টম বিবিকোডে আইফ্রেম এড করতে হবে। অতএব এডুদের কাছে লবিইং শুরু করেদিন! wink

Re: গুগল ম্যাপ

Re: গুগল ম্যাপ

Re: গুগল ম্যাপ

পানবিবির সেটিংএ কাস্টম বিবিকোড এড করার কোন অপশন পেলামনা  surprised
সরাসরি parser.php ফাইল এডিট করে সহজেই এড করাযায়  do_bbcode ফাংশনে $pattern আর $replace এ্যারেতে আইফ্রেম এড করে দিলেই হয়

$pattern[] = '#\[iframe\](.*?)\[/iframe\]#ms';
$replace[] = '<iframe src="$1" width="600" height="400" border="0"></iframe>';

এবং do_clickable ফাংশনের রেগুলার এক্সপ্রেশন গুলোতে ইউআরএল এবং ইমেজের পাশাপাশি আইফ্রেম
... (?:url|img|iframe)...

আইফ্রেম এড করা গেলে গুগল মেপের মত আরো অনেক কিছুই এড করা যেত। যেমন ফ্লিকারের ভিডিও, ফ্লাশ...  dream
যদিও আইফ্রেম এড করার সুবিধা দেয়া ঠিক হবে কিনা সেটাই বড় প্রশ্ন। কে কি এমবেড করে কে জানে!
অবশ্য সিলেক্টিভ কিছু ডোমেন নিশ্চিন্তে এলাউ করা যায় গুগল, ফ্লিকার ইত্যাদি।