Re: উইন্ডোজ ১০ সম্পর্কিত খবরা-খবর
বোরহান ভাইয়ের এই ঝামেলা মেটানোর সবচেয়ে ভাল উপায় হচ্ছে Minitool Partition Editor ব্যবহার করা। তবে ফ্রি ভার্সন দিয়ে কাজ হবে না, প্রফেশনাল বা টেকনিশিয়ান এডিশন লাগবে। শেষের কোন একটা প্রাইমারী পার্টিশনকে লজিক্যাল করে নিন। দু-তিনটা ক্লিকের বিষয়। পিসি রিস্টার্ট দিতেও হবে না। এরপর আরামে নতুন আরেকটা পার্টিশন করতে পারবেন