বোরহান লিখেছেন:মেহেদী৮৩ লিখেছেন:আপনি ড্রাইভ আর পার্টিশনের মধ্যে কনফিউজ হয়ে গেছেন। ৩৫০ মেগার পার্টিশনটাকে কে কাউন্ট করবে ?
ওটাতে তো কোন ড্রাইভ লেটার এ্যাসাইন করা ছিল না, সিস্টেম অটো বানিয়ে নিয়েছে।
সেটাই তো বলছি!! "ড্রাইভ লেটার" নেই, সেটা ড্রাইভ নাই হতে পারে, কিন্তু ওটা একটা পার্টিশন। ড্রাইভ আর পার্টিশন এক জিনিস নহে।
পার্টিশন কি জিনিস তাহলে সেটা নিয়ে একটু আপনার আগে পড়াশুনা করে আসতে হবে।
৩৫০ মেগার ওইটা একটা রিসার্ভড পার্টিশন, সিস্টেম ওখানটায় বুট ডেটা সহ আরো কিছু গুরুত্বপূর্ন ডেটা রাখে।
MBR টেবিল:
-> ৪টা পার্টিশন ম্যাক্স।
GPT টেবিল:
-> ১২৮ টা পার্টিশন সর্বোচ্চ সম্ভবত।
পার্টিশন দুই ধরনের বেসিক হিসেবে: প্রাইমারী এবং এক্সটেন্ডেড।
একটি প্রাইমারী পার্টিশন একটি সিঙ্গেল ড্রাইভ হিসেবে ব্যাবহৃত হবে।
একটি এক্সটেন্ডেড পার্টিশনের মধ্যে অনেকগুলো "লজিক্যাল ড্রাইভ" থাকতে পারে। অর্থাৎ একটি এক্সটেন্ডটেড পার্টিশনে স্পেস এমন ভাবে ভাগ করে দেয়া যায় যাতে প্রত্যেকটি ইউনিট আলাদা ড্রাইভের মত আচরন করতে পারে। এদের বলা হয় "লজ্যিকাল ড্রাইভ"
এগেইন। Partition != Drive
মাহবুব ভাইয়ের পদ্ধতি অবলম্বন করুন আপাতত। 