টপিকঃ বেসরকারী প্রতিষ্ঠান এ বিএসসি করতে চাই, দয়া করে হেল্প করুন (ডিপ্লোমা)

আমি একটি সাহায্যের জন্য এই পোষ্ট টি করছি। দয়া করে অভিজ্ঞরা সাহায্য করবেন।
আমি ডিপ্লোমা শেষ করেছি। এবার ঢাকায় বিএসসি করতে ইচ্ছুক। সিএসই তে বিএসসি করতে চাচ্ছি। ভাবছিলাম ড্যাফোডিল এ এডমিশন নিব। কিন্তু এই বার নতুন বাজেট এর জন্য টিউশন ফী বাড়িয়ে দিল। তাই একটু দ্বিধায় পড়ে গেছি। অন্য কোন ভার্সিটিতে এডমিশন নেয়া ভাল হবে? আহসানুল্লাহ তে কি ডিপ্লোমাদের এডমিশন নেয়া হয়। আর একটা ব্যাপার সাস্ট এ কি ডিপ্লোমাদের নেয়...? দয়া করে অভিজ্ঞরা একটু হেল্প করুন...

Re: বেসরকারী প্রতিষ্ঠান এ বিএসসি করতে চাই, দয়া করে হেল্প করুন (ডিপ্লোমা)

বছর তিনেক আগে ভর্তি হওয়ার কারণে ২ লাখ ৪৫ হাজারেই পাশ করতে পেরেছি, এখন তো দেখছি প্রায় সাড়ে চার লাখের মত লাগছে। ব্যবসা ছাড়া আর কিছু না angry Dhaka International University তে করতে পারেন। খারাপ না। আমার এক ফ্রেন্ড গতবছর পাশ করেছে ঐখান থেকে। আর এইবছর দুইজনে জাহাঙ্গীরনগরে মাস্টার্স করার জন্য ভর্তি হয়েছি big_smile

Re: বেসরকারী প্রতিষ্ঠান এ বিএসসি করতে চাই, দয়া করে হেল্প করুন (ডিপ্লোমা)

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: বেসরকারী প্রতিষ্ঠান এ বিএসসি করতে চাই, দয়া করে হেল্প করুন (ডিপ্লোমা)

Re: বেসরকারী প্রতিষ্ঠান এ বিএসসি করতে চাই, দয়া করে হেল্প করুন (ডিপ্লোমা)

আমিও এইবার ডিপ্লোমা পাশ করলাম। একই সমস্যায় আমিও ভুগছি। আপনি কোন ইন্সটিটিউট থেকে পাশ করলেন ?

Re: বেসরকারী প্রতিষ্ঠান এ বিএসসি করতে চাই, দয়া করে হেল্প করুন (ডিপ্লোমা)