Re: বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে আলোচনা
বাংলাদেশে যাও নি
বাঘের ঠ্যালা খাও নি !!
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে আলোচনা
বাংলাদেশে যাও নি
বাঘের ঠ্যালা খাও নি !!
১০০ রান বা তার চেয়েও বেশি রানে হারানোর সুযোগ ছিল কিন্তু শেষের দিকে এসে শুধু শুধু কেন এই রান গুলো দিতেছে
জিতে গেছিরে
বাংলাওয়াশ ইজ অন!!!
উ লালা উ লালা
মউকা মউকা
উ লালা উ লালা
মউকা মউকা
বাংলা বাশ বাংলা বাঁশ
ঢুকা ঢুকা !!
১৭ ওভারে তাদের সংগ্রহ ২/৯৫ রান,
বাংলাদেশী ভারতীয় সমর্থকরা স্টেডিয়ামে উল্লাস করছে ভারতীয় পতাকা হাতে টিভিতে দেখছি, তারা ভারতীয় দলকে উৎসাহ দিচ্ছে , সাহস দিচ্ছে ,
১৭ ওভারে তাদের সংগ্রহ ২/৯৫ রান,
বাংলাদেশী ভারতীয় সমর্থকরা স্টেডিয়ামে উল্লাস করছে ভারতীয় পতাকা হাতে টিভিতে দেখছি, তারা ভারতীয় দলকে উৎসাহ দিচ্ছে , সাহস দিচ্ছে ,
এরকম বললে তো সবাই আপনাকে গাধা মনে করবে ভাইয়া। পৃথিবীর সব দেশে ভারতীয়রা থাকে। তারা ক্রিকেট খেলা ভালোবাসে এবং মাঠে এসে নিজ দলকে সাপোর্ট করে।
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার সাথে খেলা হলেও ভারতীয় সাপোর্টার বেশি থাকে।
এরকম বললে তো সবাই আপনাকে গাধা মনে করবে ভাইয়া। পৃথিবীর সব দেশে ভারতীয়রা থাকে। তারা ক্রিকেট খেলা ভালোবাসে এবং মাঠে এসে নিজ দলকে সাপোর্ট করে।
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার সাথে খেলা হলেও ভারতীয় সাপোর্টার বেশি থাকে।
এটা ব্যাতিক্রম
সেকেন্ড ব্যাটিং পাওয়ার প্লে-র ৫ ওভারে (ওভার নং ৩৫-৪০) মাত্র ১৯ রান নিয়েছে ভারত। বিনিময়ে দিয়ে গেল ৩টি উইকেট তাও মুস্তাফিজকে। ভারত নিকট অতীতে এরকম দুর্বল পাওয়ার প্লে আর খেলেছে বলে মনে হয়না। মুস্তাফিজ পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক চান্সে ছিল। হোয়াট এ্যা গ্রেট বোলিং!
And, oh yes, consecutive 5 wickets as well.
17 minutes and 4 seconds after:
ইয়ে মানে, ধোনি মুস্তাফিজের বলে আউট হয়ে consecutive গুতা মারার সুযোগ হারাল।
সহজ ম্যাচটা কঠিন করে ফেলতেছে টাইগাররা
6 minutes and 25 seconds after:
স্টার স্পোর্টসের এ্যাডগুলো দেখলে মনডা চাই ধইরা ওগোরে পিডাই
জিত্তা গেছিরে
সহজ ম্যাচটা কঠিন করে ফেলতেছে টাইগাররা
6 minutes and 25 seconds after:
স্টার স্পোর্টসের এ্যাডগুলো দেখলে মনডা চাই ধইরা ওগোরে পিডাই
খেয়াল করেছেন কি না জানি না , স্টার স্পোর্টসের এ্যাডগুলো আর তেমন প্রচার করছে না বললেই চলে ?
আউল লিখেছেন:১৭ ওভারে তাদের সংগ্রহ ২/৯৫ রান,
বাংলাদেশী ভারতীয় সমর্থকরা স্টেডিয়ামে উল্লাস করছে ভারতীয় পতাকা হাতে টিভিতে দেখছি, তারা ভারতীয় দলকে উৎসাহ দিচ্ছে , সাহস দিচ্ছে ,এরকম বললে তো সবাই আপনাকে গাধা মনে করবে ভাইয়া। পৃথিবীর সব দেশে ভারতীয়রা থাকে। তারা ক্রিকেট খেলা ভালোবাসে এবং মাঠে এসে নিজ দলকে সাপোর্ট করে।
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার সাথে খেলা হলেও ভারতীয় সাপোর্টার বেশি থাকে।
এটা পাগল ছাড়া সবাই জানে যে সব দেশেই ভারতীয় জনগন আছে, আমি কিন্ত বলতে চেয়েছিলাম এই দেশের জনগনর কথা , যাক সব মিলিয়ে বাংলাদেশ তাদেরকে নির্ম ভাবে হারিয়েছে এটাই বড় কথা
টাইগারদের অভিনন্দন ! আবারো একটি বাংলা ওয়াশ দেখার অপেক্ষায় রইলাম।
গতকাল অসাধারন একটা জয় পেলাম আমরা এখন অপেক্ষা শুধু বাংলাওয়াশের
বাংলাওয়াশ না হলেও সমস্যা নেই কারন আসল কাজ আমরা করেই ফেলেছি
তবে মনে প্রাণে চাচ্ছি বাংলাদেশ ভারতকে বাংলাওয়াশ করুক।গতকাল বাংলাদেশী দর্শকরা ভারতীয় দর্শকদের সাথে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিল।মেলর্বোনে আমাদের বাংলাদেশী প্রবাসী দর্শকদের সাথে ভারতীয় প্রবাসী দর্শকরা সেদিন যেরকম আচারন করেছিল এবং তাদের ঐ খারাপ আচারন থেকে আমাদের মিডিয়ার সাংবাদিকরাও রেহাই পায়নি তার কিছুটা প্রতিশোধ হয়ত বাংলাদেশী দর্শকরা দেশের মাটিতে সুযোগ পেয়ে তুলে নিয়েছে।তবে আমি ও খেলাকে খেলার জায়গা রাখতে চাই এটাকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ির কোন প্রয়োজন মনে করিনা
আজ টসে জিতে বাংলাদেশ বলিং এর সিদ্ধান্ত
রায়ডুকে আউট দেওয়ার সময় আম্পায়ার কে ছিল?
একটা কথা বলি, কেউ কিছু মনে কোরেন না। ভারতের সাথে আমরা যেরকম খেলেছি এরকম যদি দক্ষিণ আফ্রিকার সাথেও খেলি তবে গোহারা হারতে হবে। সিরিজ জেতার আনন্দে আমরা ভুলেই গিয়েছি- পুরো সিরিজে আমাদের কেউ একটা লং ইনিংস খেলতে পারেনি, মুস্তাফিজ-নাসিরের বাইরে অন্য বোলারদের লাইন-লেংথের বেহাল অবস্থা হয়েছে, ফিল্ডিংয়ের সময় একাধিকবার আমরা ওভার থ্রো-তে চার দিয়েছি।
একটা কথা বলি, কেউ কিছু মনে কোরেন না। ভারতের সাথে আমরা যেরকম খেলেছি এরকম যদি দক্ষিণ আফ্রিকার সাথেও খেলি তবে গোহারা হারতে হবে। সিরিজ জেতার আনন্দে আমরা ভুলেই গিয়েছি- পুরো সিরিজে আমাদের কেউ একটা লং ইনিংস খেলতে পারেনি, মুস্তাফিজ-নাসিরের বাইরে অন্য বোলারদের লাইন-লেংথের বেহাল অবস্থা হয়েছে, ফিল্ডিংয়ের সময় একাধিকবার আমরা ওভার থ্রো-তে চার দিয়েছি।
100% True. আমাদের ব্যাটিং বেশ নাজুক হয়েছে। ফার্স্ট ম্যাচে ৩০৭ করলেও সেটা পুরোপুরি তামিম-সৌম্য ক্লিক করেছিল বলে। মিডল অর্ডার ফ্লপ। সাকিব আর সাব্বির কোনরকমে সামাল দিয়েছিল বলে। দুইটা ম্যাচই "মুস্তাফিজ ম্যাজিক"। মুস্তাফিজ ছাড়া ঐ দুইটা ম্যাচেও আমরা জিততে পারতাম কিনা শিওর না। দক্ষিণ আফ্রিকার সাথে ফিল্ডিং এবং ব্যাটিং এ উন্নতি করতে হবে।
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে আলোচনা
০.০৭৩৩৫৩০৫২১৩৯২৮২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৬.৭৬২৬৫০৩৩৭২১৭ টি কোয়েরী চলেছে