১ ০৮-০৬-২০১৫ ১৯:১৯ সর্বশেষ সম্পাদনা করেছেন সেজান (১৩-০৬-২০১৫ ২২:২৯)
Re: বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে আলোচনা
এবারের সিরিজে ওয়ানডে ম্যাচগুলো বাংলাদেশের জন্য মান ইজ্জতের হবে। বিশ্বকাপের বিতর্কিত পরাজয়কে সত্যি বলে প্রমাণ করার জন্য বাংলা ওয়াশ না হলেও সিরিজ জিততেই হবে।
৩ ০৯-০৬-২০১৫ ১৩:৫৪ সর্বশেষ সম্পাদনা করেছেন সেজান (০৯-০৬-২০১৫ ১৪:৪৭)
Re: বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে আলোচনা
Re: বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে আলোচনা
অন্তত একটা খেলা স্টেডিয়ামে দেখার ইচ্ছে আছে
৬ ১০-০৬-২০১৫ ১০:৩৫ সর্বশেষ সম্পাদনা করেছেন ছায়ামানব (১০-০৬-২০১৫ ১৬:২৮)
Re: বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে আলোচনা
অসাধারণ টিম সিলেকশন! আশা করি এই ম্যাচ আমরা তিনদিনেই হারব। ধন্যবাদ বিজ্ঞ নির্বাচকদের
Re: বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে আলোচনা
দুইদিন খেলা বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। খেলা নিশ্চিত ড্র হবে বলেই মনে হয় খেলা দেখার আগ্রহ হারায়ে গেছে।
Re: বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে আলোচনা
এই টেষ্টে বাংলাদেশ ক্রিকেট দলের টিম সিলেকশন নিয়ে আর নতুন করে কি বলব।যদিও আমি কোন ক্রিকেট এক্সপার্ট নয় তাই এই ভাবে বলাটা কতটা যুক্তিযুক্ত হচ্ছে জানিনা তবে একজন সাধারন ক্রিকেট অনুরাগী হিসেবে আমার কাছে মনে হয়েছে আমাদের নির্বাচক কমিটি আর টিম ম্যানেজমেন্ট এর চিন্তা চেতনায় এখনও যথেষ্ট ঘাটতি রয়েছে। না হলে পাকিস্তান সিরিজের শেষ টেষ্টে শাহাদাত এর ইনজুরির পর বাংলাদেশ টিম একটা পেসার নিয়ে যে Struggle করেছে তা দেখেও এবং ভারতীয় টিম যে স্পিনে ভাল খেলে এটা জানা স্বত্বেও ৫ জন স্পিনার এবং একজন পেসার নিয়ে মাঠে নামা কতটা যেীক্তিক হয়েছে তা আমার কাছে ঠিক বোধ্যগম্য হচ্ছে না যদিও আজকে কিছু সফলতা পেয়েছে। আর রুবেলকে যদি ইনজুরি বা টেষ্টে ফর্মহীনহার কারনে দলের বাইরে রাখবেন তাহলে আর টেষ্ট স্কোযাডে অন্তুভুক্তি কেন? দলে কি আর কোন পেসার ছিলনা। আবুলকে যেহেতু টেষ্ট স্কোয়াডে রাখা হয়েছে তাহলে আবুলকে কেনই বা মুল স্কোয়াডে রাখার চিন্তা ভাবনা করা হল না। শুভ যে ব্যাটিং আর বোলিং করছে সেই হিসেবে আবুলের তো টেষ্টে সেন্চুরি আছে সেহেতু ব্যাটিং যে একেবারে যে পারতনা তা কিন্তু নয় যদিও আবুলের কাজ ব্যাটিং নয় বোলিং।তাছাড়া বাংলাদেশ টিম এখন এই ম্যাচে যেভাবে পেসার সংকটে ভুগছে আবুল থাকলে হয়ত কিছুটা ঘাটতি পুরন হত।আমার মনে হয় বৃষ্টি বাংলাদেশকে এই টেষ্টে এ বাচিয়ে রেখেছে।না হলে এই টেষ্ট বাংলাদেশের জন্য যে খুব একটা সুখকর হত আমার মনে হয় না হয়ত আমি ভুলও হতে পারি। আর টেষ্টে এখন বাংলাদেশ টিমের এমন অবস্থা হয়ে গেছে প্রতিপক্ষ টিমের প্লেয়ারদের জন্য বাংলাদেশ হচ্ছে রেকর্ড গড়ার হাতিয়ার।সবাই যেন টেষ্টে বাংলাদেশকে পেয়েই রেকর্ড করে বসছে।গিলেস্পির পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে ডাবল সেন্চুরির রের্কড আছে।যাই হোক অনেক হতাশার কথা বলে ফেললাম।এতটা হতাশাবাদী হতে চায় না।বাংলাদেশ টিম সাম্প্রতিক বেশ ভাল খেলছে।আশাকরি এই ধারা অব্যাহত রেখে বাংলাদেশ টিম টেষ্টেও অনেক উন্নতি করবে এবং ধীরে ধীরে আমরা ক্রিকেট বিশ্বে আমাদের অবস্থানকে আর ও অনেক শক্তিশালি করতে পারব।
Re: বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে আলোচনা
ভাইয়েরা একটু দেইখা ব্যাটিং কর। পজিটিভ খেলবি ঠিক্কাচ্ছে মাগার বেশি রিস্ক নেওনের দরকার নাই ।
Re: বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে আলোচনা
Re: বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে আলোচনা
১৩ ১৩-০৬-২০১৫ ১৩:২৫ সর্বশেষ সম্পাদনা করেছেন সেজান (১৩-০৬-২০১৫ ১৩:২৮)
Re: বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে আলোচনা
Re: বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে আলোচনা
১. এই টেস্টের "প্লেয়ার অফ দ্যা ম্যাচ" আসলে বৃষ্টি! ধন্যবাদ বৃষ্টিকে, বাংলাদেশকে একটা সম্ভাব্য লজ্জার হাত থেকে বাচানোর জন্য
২. লিটন দাস আর জুবায়ের হোসেন...জাস্ট অসাম!
৩. মোহাম্মদ শহীদ যথেষ্ট ভালো বোলার, কিন্তু ওর একজন ভালো পার্টনার দরকার। আল-আমিন, রবিউলকে যদি বিসিবির এতই অপছন্দ তবে তাসকিন অথবা মোস্তাফিজকে বিবেচনা করলেই পারে।
৪. একটা দলের প্রতিটা প্লেয়ারের একটা নির্দিষ্ট ভুমিকা থাকে কিন্তু দলে শুভাগত হোমের ভূমিকাটা কি সেই ব্যাপারে আমি নিশ্চিত নই সোয়া সাতজন ব্যাটসম্যান(সাকিব যে অলরাউন্ডার এটা জানি) আর সোয়া তিনজন বোলার নেওয়ার চেয়ে সাতজন ব্যাটসম্যান আর চারজন বোলার নেওয়াটাই আমার কাছে বেটার এ্যাপ্রোচ মনে হয়।
Re: বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে আলোচনা
সৌম্য, ভাই আমার, মন খারাপ করিসনে। নেক্সট ম্যাচে সেঞ্চুরী করে পোষায়ে দিস
Re: বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে আলোচনা
খেলায় আবারও বৃষ্টির বাগড়া নাইস ব্যাটিং সেীম্য
এখন লিটন দাস কেমন করে সেইটা দেখার জন্য অপেক্ষা করছি।যতটুকু খেলা দেখলাম লিটনের খেলার ধরন ভাল লাগছে।
Re: বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে আলোচনা
১৮ ১৮-০৬-২০১৫ ১৭:৫১ সর্বশেষ সম্পাদনা করেছেন ছায়ামানব (১৮-০৬-২০১৫ ২২:২৫)
Re: বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে আলোচনা
পুরো পঞ্চাশ রান কম হইসে
...............................................
মুস্তাফিজ পোলাডা দুইবার ইচ্ছাকৃতভাবে এমন করল। নট গুড
Re: বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে আলোচনা
বাংলাদেশ তো এখন চালকের আসনে।
হোপ ফর দ্যা বেস্ট।
Re: বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে আলোচনা
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ
অভিনন্দন মুস্তাফিজকে অভিষেকেই ৫ উইকেট প্রাপ্তির জন্য