টপিকঃ বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে আলোচনা
আগামী ১০ ই জুন থেকে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ভারত সিরিজ।বিশ্বকাপের বির্তকিত সেই ম্যাচের পর ক্রিকেট দুনিয়ায় বাংলাদেশ ভারত সিরিজ রয়েছে এখন সকলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে।আমরা বাংলাদেশীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছি এই সিরিজের জন্য। আশা করছি বাংলাদেশ ক্রিকেট টিম টেষ্ট এবং ওয়ানডেতে দুইটিতেই ভাল করবে।টেষ্ট ম্যাচ নিয়ে অতটা এক্সপেটেশন না থাকলেও ওয়ানডে সিরিজ নিয়ে বেশ আশাবাদী।নিচে বাংলাদেশ আর ভারত সিরিজের সফরসূচি,টিকিট,কোন চ্যানেলে খেলা দেখাবে আর বাংলাদেশ ভারত টিমের ক্রিকেটারদের তালিকা দেওয়া হল
বাংলাদেশ ভারত সিরিজ:
৮ জুন, ২০১৫ : ভারতীয় দলের বাংলাদেশ আগমন
৯ জুন, ২০১৫: অনুশীলন
১০-১৪ জুন, ২০১৫: একমাত্র টেস্ট ম্যাচ, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম(সকাল ১০.০০ টা থেকে)
১৫-১৭ জুন, ২০১৫:অনুুশীলন
১৮ জুন, ২০১৫:প্রথম ওয়ানডে,মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম,(দিবারাত্রি ম্যাচ বাংলাদেশ সময় দুপুর ৩.০০ টা হতে)
১৯ জুন, ২০১৫: রির্জাভ ডে
২০ জুন, ২০১৫:অনুশীলন
২১ জুন, ২০১৫:দ্বিতীয় ওয়ানডে,মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম(দিবারাত্রি ম্যাচ বাংলাদেশ সময় দুপুর ৩.০০ টা থেকে)
২২ জুন, ২০১৫:রিজার্ভ ডে
২৩ জুন, ২০১৫:অনুশীলন
২৪ জুন, ২০১৫:তৃতীয় ওয়ানডে,মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম(দিবারাত্রি ম্যাচ বাংলাদেশ সময় দুপুর ৩.০০ টা থেকে)
২৫ জুন, ২০১৫:রিজার্ভ ডে
২৬ জুন, ২০১৫:ভারতীয় দলের প্রস্থান
বাংলাদেশ-ভারত সিরিজের টিকিট:
বাংলাদেশ-ভারত সিরিজের টিকিট ইউক্যাশ এবং নির্ধারিত শাখার মাধ্যমে বিক্রয় করবে ইউসিবি ব্যাংক। টেস্ট ম্যাচের টিকিট পাওয়া যাবে ইউসিবি ব্যাংকের ৩টি শাখায়।
শাখাগুলো হলো:
চাষাড়া শাখা,
নারায়ণগঞ্জ শাখা
পাগলাবাজার শাখা।
টেস্ট ম্যাচের টিকিট মূল্য: ইস্টার্ন গ্যালারি ৫০ টাকা, ওয়েস্টার্ন গ্যালারি ৮০ টাকা, ক্লাব হাউজ (ইস্ট ও ওয়েস্ট) ২০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি (ওয়েস্ট) ৩০০ টাকা এবং গ্র্যান্ডস্ট্যান্ড ৫০০ টাকা।
ঢাকায় মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ইউসিবি ব্যাংক ৫টি শাখার মাধ্যমে টিকিট বিক্রয় করবে।
শাখাগুলো হল-
প্রগতি স্মরণী শাখা,
মিরপুর রোড শাখা,
শান্তিনগর শাখা,
উত্তরা শাখা ও মিরপুর শাখা।
এই ৫ শাখার মধ্যে শুধু মিরপুর শাখায় সরাসরি টিকিট পাওয়া যাবে; বাকি শাখাগুলোতে ইউক্যাশের মাধ্যমে টিকিট কিনতে হবে গ্রাহকদের।
ওয়ানডে সিরিজের টিকিট মূল্য: পূর্ব গ্যালারি ১৫০ টাকা, উত্তর ও দক্ষিণ গ্যালারি ২৫০ টাকা, শহীদ মুস্তাক স্ট্যান্ড ৫০০ টাকা, ভিআইপি ১০০০ টাকা, গ্র্যান্ডস্ট্যান্ড উত্তর ও দক্ষিণ ৩০০০ টাকা। বিসিবি হসপিটালিটি বক্স ৩০০০ হাজার টাকা।
যেই যেই চ্যানেলে বাংলাদেশ ভারত সিরিজ দেখাবে:
গাজী টিভি
বিটিভি
মাছরাঙা টিভি
স্টার স্পোর্টস
ডিডি টিভি
বাংলাদেশ ও ভারত ক্রিকেট দল:
বাংলাদেশ টেস্ট দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, নাসির হোসেন, সাকিব আল হাসান, সৌম্য সরকার, শুভাগত হোম চৌধুরী, লিটন দাস, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, রুবেল হোসেন, আবুল হাসান ও মোহাম্মদ শহীদ।
বাংলাদেশের ওয়ানডে দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, আরাফাত সানি, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), নাসির হোসেন, রনি তালুকদার, রুবেল হোসেন, সাব্বির রহমান রুম্মান, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস এবং মুস্তাফিজুর রহমান।
ভারতের টেস্ট দল: বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, চেতশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, হৃদ্দিমান সাহা, রবীচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, করণ শর্মা, ভুবনেশ্বর কুমার, উমেস যাদব, বরুন অ্যারণ ও ইশান্ত শর্মা।
ভারতের ওয়ানডে দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, আকসার প্যাটেল, ভুবনেশ্বর কুমার, উমেস যাদব, মোহিত শর্মা, স্টুয়ার্ট বিনি ও ধাওয়াল কুলকার্নি।