টপিকঃ উইন্ডোজ ১০ সম্পর্কিত খবরা-খবর
শিরোনামঃ উইন্ডোজ সবার জন্য ফ্রি নয়!
সবাইকে বিনা মূল্যে উইন্ডোজ দেওয়ার যে কথা আগে বলেছিল তা থেকে সরে আসছে মাইক্রোসফট। মাইক্রোসফট কর্তৃপক্ষ নতুন করে সিদ্ধান্ত নিয়েছে যে, পাইরেটেড সফটওয়্যার ব্যবহারকারীদের কাছে উইন্ডোজ ১০ এর হালনাগাদ বিনা মূল্যে সরবরাহ করবে না তারা।
এ বছরের শেষ দিকে উইন্ডোজ সফটওয়্যারের সর্বশেষ সংস্করণ উইন্ডোজ ১০ উন্মুক্ত করবে মাইক্রোসফট। এর আগে মাইক্রোসফট ঘোষণা দিয়েছিল যে, উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ৮.১ ব্যবহারকারীরা বিনা মূল্যে উইন্ডোজ ১০ হালনাগাদ করে নিতে পারবেন। এ ছাড়াও যাঁরা পাইরেটেড উইন্ডোজ ব্যবহার করছেন তাঁরাও এই হালানাগাদের সুযোগ পাবেন বিনা মূল্যে। কিন্তু প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি পাইরেটেড সফটওয়্যার ব্যবহারকারীদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মাইক্রোসফটের সর্বশেষ উইন্ডোজ সফটওয়্যার ব্যবহার করতে হলে তাদের অর্থ খরচ করে কিনেই ব্যবহার করতে হবে।মাইক্রোসফট জানিয়েছেন, উইন্ডোজ ১০ হালনাগাদ করে নেওয়ার ক্ষেত্রে তারা আকর্ষণীয় কিছু অফার আনার পরিকল্পনা করছে যাতে পাইরেটেড সফটওয়্যার ব্যবহারকারীরা অফিশিয়াল সংস্করণটিকে বেছে নিতে পারেন।
মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ ১০ এর পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করলে মাইক্রোসফট ডেস্কটপে একটি ওয়াটারমার্ক দেখাবে যাতে সেটি পাইরেটেড সফটওয়্যার সেটি ব্যবহারকারী বুঝতে পারেন।সূত্রঃ প্রথম-আলো
শিরোনামঃ আর আসবে না নতুন উইন্ডোজ
উইন্ডোজ ১০-এর পরে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের (ওএস) আর কোনো নতুন সংস্করণ আনবে না মাইক্রোসফট, অর্থাৎ উইন্ডোজ ১০-ই হতে যাচ্ছে মাইক্রোসফটের সর্বশেষ ওএস। বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
মাইক্রোসফটের উন্নয়ন বিভাগের নির্বাহী জেরি নিক্সন সম্প্রতি যুক্তরাষ্ট্রের শিকাগোতে অনুষ্ঠিত এক সম্মেলনে উইন্ডোজ ১০-কে মাইক্রোসফটের সর্বশেষ ডেস্কটপ সফটওয়্যার হিসেবে বর্ণনা করেন। মাইক্রোসফটও নিক্সনের বক্তব্যকে সমর্থন করেছে। ভবিষ্যতে নতুন অপারেটিং সিস্টেম আনার পরিবর্তে উইন্ডোজ ১০-এর নিয়মিত হালনাগাদ আনবে মাইক্রোসফট।
নিক্সন বলেন, ‘উইন্ডোজকে একটি সেবা হিসেবে সরবরাহ করা হবে যাতে নতুন উদ্ভাবন ও হালনাগাদ নিয়মিত দেওয়া হবে। এতে উইন্ডোজের ভবিষ্যৎ আর দীর্ঘায়িত হবে।’
উইন্ডোজ ১১ আসবে না
উইন্ডোজ ১০-এর পরে কী উইন্ডোজ ১১ বাজারে ছাড়বে মাইক্রোসফট? এই প্রশ্নটি অনেকের মাথায় আসতে পারে। কিন্তু উইন্ডোজ ১০-এর পরে নতুন কোনো অপারেটিং সিস্টেম নিয়ে এখন আর ভাবছে না প্রতিষ্ঠানটি। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের গবেষক স্টিভ ক্লেনহ্যানস বলেছেন, উইন্ডোজ ১১ বলে কোনো কিছু বাজারে আনবে না মাইক্রোসফট। মাইক্রোসফটের বিষয়গুলো নজরদারি করেন স্টিভ ক্লেনহ্যানস। তিনি বলেন, এর আগে মাইক্রোসফট ‘উইন্ডোজ ৯’ নামটি বাদ দিয়ে উইন্ডোজ ৮ এর পর সরাসরি উইন্ডোজ ১০ বেছে নিয়েছে। এভাবে কাজ করায় মাইক্রোসফট ও ক্রেতাদের সমস্যায় পড়তে হয়। প্রতি তিন বছর পর নতুন ওএস নিয়ে কাজ করতে হয় মাইক্রোসফটকে। নতুন পরিকল্পনায় মাইক্রোসফটকে আর এসব বিষয় নিয়ে ভাবতে হবে না।এ বছরের শেষ নাগাদ উইন্ডোজ ১০ ওএস উন্মুক্ত করবে মাইক্রোসফট। এই সংস্করণটি উইন্ডোজের হালনাগাদ সংস্করণ ব্যবহারকারীদের বিনা মূল্যে আপগ্রেড করার সুযোগ দিতে পারে প্রতিষ্ঠানটি।
সূত্রঃ প্রথম-আলো
শিরোনামঃ সাতটি সংস্করণে আসছে উইন্ডোজ ১০
সাতটি বিভিন্ন সংস্করণে ব্যবহারকারীদের জন্য আসছে মাইক্রোসফটের তৈরি অপারেটিং সিস্টেম উইন্ডোজের সর্বশেষ সংস্করণ। উইন্ডোজ ১০-এর সাতটি সংস্করণের নাম হচ্ছে উইন্ডোজ ১০ হোম, উইন্ডোজ ১০ মোবাইল, উইন্ডোজ ১০ প্রো, উইন্ডোজ ১০ এন্টারপ্রাইজ, উইন্ডোজ ১০ এডুকেশন, উইন্ডোজ ১০ মোবাইল এন্টারপ্রাইজ ও উইন্ডোজ ১০ আইওটি কোর। চলিত বছরের শেষের দিকে বাজারে পাওয়া যাবে উইন্ডোজ ১০ সংস্করণ। ডেস্কটপ, মোবাইল, বাসা, ব্যবসা, বিদ্যালয়সহ একাধিক সংস্করণের জন্য ভিন্ন ভিন্ন সংস্করণে বাজারে আসবে উইন্ডোজ ১০। তবে একাধিক সংস্করণে অপারেটিং সিস্টেম বাজারে আসার বিষয়টি এবারই প্রথম নয় মাইক্রোসফটের; এর আগেও উইন্ডোজ ৮ সংস্করণ বিভিন্ন সংস্করণে বাজারে এসেছিল। তবে সে সময়ে সংস্করণ কয়টি কিংবা কীভাবে এসেছে, সে বিষয় চেপে গিয়েছিল মাইক্রোসফট। আর এবারই প্রথম উইন্ডোজ ১০ যে একাধিক সংস্করণে আসছে, সেটি নিশ্চিত করেছে বিশ্বখ্যাত এ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান। এর মাধ্যমে উইন্ডোজ ১০-এ দারুণ এক অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা, এমনই মনে করছেন মাইক্রোসফটের নির্মাতারা।
মাইক্রোসফটের পক্ষ থেকে টনি প্রোপেট এক ব্লগ পোস্টে বলেন, ‘আমরা উইন্ডোজ ১০ সংস্করণটি এমনভাবে সাজিয়েছি, যা পার্সোনাল কম্পিউটিংয়ের বাইরে বিভিন্ন ধরনের যন্ত্রে ব্যবহারের ক্ষেত্রে নতুন এক অভিজ্ঞতা দেবে ব্যবহারকারীদের। সব যন্ত্রে একই অপারেটিং সিস্টেম, কিন্তু প্রতিটি সংস্করণই হবে আলাদা।’ উইন্ডোজের নতুন এ সংস্করণ পিসি, ট্যাবলেট, ফোন, এক্সবক্স ওয়ান, মাইক্রোসফট হোলোল্যান্স, সারফেস হাবসহ যন্ত্র অনুযায়ী বিশেষভাবে সাজানো হয়েছে। এর আগে উইন্ডোজ ৮ সংস্করণটি শুধু ডেস্কটপ ও মোবাইল ব্যবহারকারীদের কথা মাথায় রেখে করা হয়েছিল।
সূত্রঃ প্রথম আলো
মাইক্রোসফট তাহলে আর ফ্রি আপগ্রেডের সুযোগ দিলো না। যাই হোক পাইরেটেডই ওএসই ভরসা