টপিকঃ ফায়ার ফক্স এড সমস্যা
ফায়ার ফক্স আমারে জালায়া মারতাছে! ফায়ার ফক্স বব্যবহার করে শান্তি পাইতাছি না। আজকে এই সমস্যা তো কাল ওই সমস্যা । সমস্যার সমাধান তো করি কিন্ত নতুন সমস্যা এসে জুড়তাছে। কিছু দিন আগে আমি ব্রাউজ করার পর প্রতি পেজ এ এড দিয়ে ভরে যেত। আবার কোথাও ক্লিক করলে সাথে নতুন উইন্ড ওপেন হয়ে যায়। এই সমস্যার কথা সবাই জানেন বোধয় । তো আমি কিছু এডন ব্যবহার করেছিলাম সেগুলো বন্ধ করার জন্য । তার পর ফায়ার ফক্স আপডেট দেয়ার পর আবার সমস্যা দেখা দিতেছে। তার পর কিছু এড ওয়ার ক্লিনার ও ব্যবহার করেছি আগে কাজ করেছে এখন করতেছে না। এখন এডন এও কাজ করতে ছে না। পুরানো ভার্সন ইনিসটল করলাম তাতেও কাজ হয় না। কি করবা এখন?