Re: প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য সাজেশন চাচ্ছি
চোখ বন্ধ করে প্রেসিডেন্সী বা ড্যাফোডিল এ ভর্তি হয়ে যান যদি আপনার খরচ নিয়ে সমস্যা না থাকে। ড্যাফোডিল এ খরচ অবশ্য বেশী। ৪ লাখের উপরে লাগবে এবং ভর্তি হওয়ার সময় আপনার ডিপ্লোমার সবগুলো মার্কশীট দেখাতে হবে। আমি ড্যাফোডিল থেকে CSE পড়েছি আর আমার ছোটভাই প্রেসিডেন্সীতে EEE তে পড়ছে (আমি পটুয়াখালী পলিটেকনিক থেকে আর ছোট ভাই ঢাকা পলিটেকনিক এ পড়েছি)। কেয়ারিং বা স্টুডেন্ট এর খোজখবর ড্যাফোডিল থেকে প্রসিডেন্সীতে করা হয় বেশী। ইভিনিং আছে আরও অনেকগুলো ইউনিভার্সিটিতে। কিন্তু কোনটারই মান খুব একটা ভালো নয়।
Re: প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য সাজেশন চাচ্ছি
NSU'তে Computer Science (CS) or CSc ডিপার্টমেন্ট কি আছে এখন? CSE না, কেউ কি Computer Science ডিপার্টমেন্ট এর ওয়েবলিংকটা সরাসরি দিতে পারবেন?
Re: প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য সাজেশন চাচ্ছি
দুঃখিত সময় মত আপনাকে জানাতে পারলাম না।
অনেক দেরী করে ফেলেছি।