সর্বশেষ সম্পাদনা করেছেন জারাহ (০৪-০৬-২০১৫ ১৫:৫৪)

টপিকঃ লম্বা টপিক পোস্ট করতে সমস্যা হচ্ছে!!!!

নতুন টপিক পোস্ট করতে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে যদি পোস্টটি একটু লম্বা হয় এবং অনেকক্ষণ ধরে টাইপ করার প্রয়োজন হয় তবে পেজটি হ্যাং হয়ে যাচ্ছে। অনেকক্ষণ অপেক্ষা করার কারণে আমাকে আবার লগ ইন করতে বলছে।কিন্তু নতুন ভাবে লগইন করলে আমার লেখাটি হারিয়ে যাচ্ছে।অথবা একটা ম্যাসেজ আসছে যেটা আমাকে “আমি নিশ্চিত” বা “বাতিল” এরকম বাটনে প্রেস করতে বলছে।এক্ষেত্রে “আমি নিশ্চিত”  “বাতিল”  যে বাটনেই প্রেস করা হোক না কেন লেখাটি হারিয়ে যাচ্ছে। সমাধান চাই।

আল্লাহ আমাকে কবূল করুন

Re: লম্বা টপিক পোস্ট করতে সমস্যা হচ্ছে!!!!

সমাধান-১ঃ
পুরো লেখাটা ওয়ার্ড ফাইলে লিখে ফেলুন, তারপর এখানে এসে খালি কপি পেস্ট করুন, অনেক তাড়াতাড়ি পোস্ট করতে পারবেন।
সমাধান-২ঃ
যদি একান্তই ফোরামের টেক্সট বক্স এ লিখতে হয়, তাহলে লগইন করা অবস্থায় ফোরামের যেকোন একটি ট্যাব খুলে রাখুন। আর অন্য ট্যাব এ লেখালেখি করা অবস্থায় এ ট্যাবে এসে কিছুক্ষণ পরপর রিফ্রেশ করুন, এতে আপনি সবসময় ফোরামে লগড ইন অবস্থায় থাকবেন। এ পদ্ধতিটি বেশ বিরক্তিকর কিন্তু সময় সময়ে কাজে লাগে।
সমাধান-৩ঃ
পুরো লেখাটা ফোরামের টেক্সট বক্স এ একবারে লিখে শেষ করুন। পোস্ট করার আগে পুরো লেখাটি Ctrl+A এবং Ctrl+C অর্থাৎ পুরো লেখাটি কপি করে রাখুন। এতে আপনি লগ অফ হয়ে গেলেও নতুন করে লগ ইন করে নতুন লেখাটি Ctrl+V চেপে পেস্ট করতে পারেন। মনে রাখবেন এ পদ্ধতিতে আপনাকে লেখার সাবজেক্ট নতুন করে লিখতে হবে।

উপরের পদ্ধতিগুলো সবগুলোই ঠুনকো। আমি পুরো আন-টেকি একজন মানুষ, স্থায়ী সমাধান আমার জানা নেই।

You are the one who thinks that i didn't get the point, so do i think of you...what a coincidence!!

Re: লম্বা টপিক পোস্ট করতে সমস্যা হচ্ছে!!!!

ওয়ার্ড ফাইলে লিখে সেভ করে তারপর পেস্ট করাটাই ভালো।

Re: লম্বা টপিক পোস্ট করতে সমস্যা হচ্ছে!!!!

লগইন সেশন একটা নির্দিষ্ট সময় পর পর এক্সপায়ার হয়ে যায়। কাজেই আপনাকে লগআউট করে দেয়া হয়।
একটা উপায় হচ্ছে, লগইন করার সময়, যদি নিজের পিসি হয়ে থাকে "আমাকে মনে রাখুন" এ ক্লিক করে লগইন করতে পারেন। সেক্ষেত্রে আপনার সেশন আর এক্সপায়ার হবে না।

তবে নিেজর পিসি না হলে আপনাকে উপরের দেখানো রাস্তা অবলম্বন করতে হবে।

Re: লম্বা টপিক পোস্ট করতে সমস্যা হচ্ছে!!!!

ধন্যবাদ faysal_2020, গৌতম, মেহেদী৮৩ মন্তব্যের জন্য। faysal_2020 আপনার টিপস গুলো ফলো করছি। smile

আল্লাহ আমাকে কবূল করুন