টপিকঃ স্যামসাঙ মোবাইলের রিজিওনাল লক কিভাবে আনলক করব?
ভাই
আমি একটা স্যামসাঙ নোট ৪ (Exynos 5433 (SM-N910C)) কিনেছি মালয়েশিয়া থেকে, সেখানে ব্যাবহার করি নাই। বাংলাদেশ এ এসে দেখি রিজিওনাল লক খুলতে হলে ৫ মিনিট কথা বলতে হবে কিছু নির্দিষ্ট দেশে। বাংলাদেশের কোন সিম ই কাজ করছে না। রুট করলাম, রিজিওনাল আনলক ১.৩ ইন্সটল করলাম XDA forum থেকে কিন্তু হল না, ১.৩ আসলে নোট ৩ এর জন্য।
কি করব এখন?
ধন্যবাদ।
-----------------------------------
Life is not a bed of roses