টপিকঃ স্যামসাঙ মোবাইলের রিজিওনাল লক কিভাবে আনলক করব?

ভাই

আমি একটা স্যামসাঙ নোট ৪ (Exynos 5433 (SM-N910C)) কিনেছি মালয়েশিয়া থেকে, সেখানে ব্যাবহার করি নাই। বাংলাদেশ এ এসে দেখি রিজিওনাল লক খুলতে হলে ৫ মিনিট কথা বলতে হবে কিছু নির্দিষ্ট দেশে। বাংলাদেশের কোন সিম ই কাজ করছে না। রুট করলাম, রিজিওনাল আনলক ১.৩ ইন্সটল করলাম XDA forum থেকে কিন্তু হল না,  ১.৩ আসলে নোট  ৩ এর জন্য।

কি করব এখন?

ধন্যবাদ।

আফজাল
-----------------------------------
Life is not a bed of roses

Re: স্যামসাঙ মোবাইলের রিজিওনাল লক কিভাবে আনলক করব?

আপনি বসুন্ধরা কিংবা ইস্টার্ন মার্কেটে নিয়ে যেতে পারেন। ওখানে কিছু দোকান আছে যারা লক খুলে দেয়।

Re: স্যামসাঙ মোবাইলের রিজিওনাল লক কিভাবে আনলক করব?

গুলিস্তান পাতাল মার্কেট, বঙ্গবন্ধু ষ্টেডিয়াম মার্কেটে লক খোলার প্রচুর দোকান আছে। কিছু মালকড়ি খরচ হবে লক খুলতে।

Re: স্যামসাঙ মোবাইলের রিজিওনাল লক কিভাবে আনলক করব?

মোতালেব প্লাজায় নিয়ে যান। ৫০০-১০০০ টাকার ভিতরে উনারা লক খুলে দিবে। নোট দেখে দাম খানিক বেশী চাইবে। ৭০০-১০০০ টাকার বেশী উঠবেন না। আর এসব আনলকের জন্য রুটের দরকার হয় না।

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: স্যামসাঙ মোবাইলের রিজিওনাল লক কিভাবে আনলক করব?

মোতালেব প্লাজায় পারল না। এখন একটা মালেশিয়ার সিম এর জন্য ওয়েট করছি রোমিং কল করে ঠিক করতে পারলে হয়।

আফজাল
-----------------------------------
Life is not a bed of roses

Re: স্যামসাঙ মোবাইলের রিজিওনাল লক কিভাবে আনলক করব?

Re: স্যামসাঙ মোবাইলের রিজিওনাল লক কিভাবে আনলক করব?

বক্সে লিখা Southeast Asian Model: This product should be activated with a SIM card issued from a mobile operator within Southeast Asia. আপনারা একটু বলেন ফোন টা কি আমাকে ওদের দেশে ব্যবহার করতে হবে নাকি রোমিং কল করলে হবে।

আফজাল
-----------------------------------
Life is not a bed of roses

Re: স্যামসাঙ মোবাইলের রিজিওনাল লক কিভাবে আনলক করব?

আফজাল
-----------------------------------
Life is not a bed of roses