টপিকঃ মাঝে মাঝে পিসি বন্ধ হচ্ছে না !

আমার পিসি মাঝে মাঝে বন্ধ হচ্ছে না sad
আমার পিসি কনফিগারেশন মোটামুটি ভালো; আই থ্রী প্রসেসর, ৪ জিবি রেম, গিগাবাইটের মাদারবোর্ড ।
আমার পিসি তে উইন্ডোজ ৮.১ দেয়া; আগে এমন সমস্যা হতো না, কিছু দিন হলো মাঝে মাঝে বন্ধ হয় না !
মনিটরের আলো চলে যায়, কিন্তু সিপিইউ এর আলো যায়ই না, ঘন্টার পর ঘন্টাও রেখে দিলে বন্ধ হয় না; পরে বিদ্যুৎ এর লাইন বন্ধ করতে হয়;
উল্লেখ্য, আমার পিসি তে Asus R7 250, DDR5 সিরিজের ১ জিবি গ্রাফিক্স কার্ড লাগানো আছে যেটা আমার কেছিং এর ৪০০ ভোল্টের পাওয়ার সাপ্লাই দিয়ে চালাই, কিন্তু কোন সমস্যা হয় ন ঠিক মত চলে । সমস্যা একটা সেটা হচ্ছে মাঝে মাঝে বন্ধ হচ্ছে না sad
কেন এই সমস্যা টা হচ্ছে ?
আর কিভাবে এই টার থেকে মুক্তি পাবো কোন ভাই যদি একটু বলতেন ? sad
খুব উপকার হতো !

Re: মাঝে মাঝে পিসি বন্ধ হচ্ছে না !

আমারো একই সমস্যা হয় যদি আমি কোন প্রোগ্রাম চালু থাকা অবস্থায় পিসি অফ করে । তবে মাঝে মাঝে ।

কি আর বলবো । সাইট থাকলে ঠিকানা দিতাম ......

Re: মাঝে মাঝে পিসি বন্ধ হচ্ছে না !

প্রথমে আপনার পিসির রেম, হার্ডডিস্কের সাটা ক্যাবল, মনিটর এবং জিপিইতে লাগানো ভিজিএ ক্যাবল ইত্যাদি খুলে পুণরায় সংযোগ করুন ধুলোবালি জমলে পরিষ্কার করুন। পারলে ব্লোয়ার দিয়ে পরিষ্কার করলে আরো ভালো হয়। এরপর আপনার গ্রাফিক্স কার্ডটা খুলে একদিন পিসি চালিয়ে দেখুন।

আপনার গ্রাফিক্স কার্ডের ড্রাইভার সফটওয়্যারটি আপডেট করে দেখুন। যদি এরপরেও সমাধান না হয় তাহলে উইন্ডোজ ৭ সেটআপ দিয়ে ট্রাই করে দেখতে পারেন sad

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: মাঝে মাঝে পিসি বন্ধ হচ্ছে না !

এই সমস্যা টা যেকোনো হার্ডওয়্যার এর । তাই নিকট বর্তি কোন কম্পিউটার দকানে দেখাতে পারেন। তাতে আপনার উপকার বেশি হবে।

Re: মাঝে মাঝে পিসি বন্ধ হচ্ছে না !

আপনি যদি আগে পিসি খুলে থাকেন তা হলে বলবো আপনি আবার সব খুলে আাবার সেটাপ করেন সাথে উইন্ডোজ এ আর যদি পিছিতে নেট লাইন থাকে তো ডিস কালেন্ট করের কারণ মাঝে মাঝে আপডেট হয় তো এই জন্যও সমস্যা হতে পারে ।