টপিকঃ মাঝে মাঝে পিসি বন্ধ হচ্ছে না !
আমার পিসি মাঝে মাঝে বন্ধ হচ্ছে না
আমার পিসি কনফিগারেশন মোটামুটি ভালো; আই থ্রী প্রসেসর, ৪ জিবি রেম, গিগাবাইটের মাদারবোর্ড ।
আমার পিসি তে উইন্ডোজ ৮.১ দেয়া; আগে এমন সমস্যা হতো না, কিছু দিন হলো মাঝে মাঝে বন্ধ হয় না !
মনিটরের আলো চলে যায়, কিন্তু সিপিইউ এর আলো যায়ই না, ঘন্টার পর ঘন্টাও রেখে দিলে বন্ধ হয় না; পরে বিদ্যুৎ এর লাইন বন্ধ করতে হয়;
উল্লেখ্য, আমার পিসি তে Asus R7 250, DDR5 সিরিজের ১ জিবি গ্রাফিক্স কার্ড লাগানো আছে যেটা আমার কেছিং এর ৪০০ ভোল্টের পাওয়ার সাপ্লাই দিয়ে চালাই, কিন্তু কোন সমস্যা হয় ন ঠিক মত চলে । সমস্যা একটা সেটা হচ্ছে মাঝে মাঝে বন্ধ হচ্ছে না
কেন এই সমস্যা টা হচ্ছে ?
আর কিভাবে এই টার থেকে মুক্তি পাবো কোন ভাই যদি একটু বলতেন ?
খুব উপকার হতো !