টপিকঃ লিব্রি অফিস ৪.৪.২.২ রিভিউ!
সম্প্রতিক সময়ে লিব্রি অফিস এর আরেকটি সংস্করণ অবমুক্ত হয়েছে। লিব্রিঅফিস ৪.৪.২.২। দেখার পর থেকেই চোখে লেগে ছিল। কখন বাসায় এসে এটা ইনস্টল করবো সেটার জন্য আর তর সইছিলো না।
বাসায় আসার পর তারাতারি নামিয়ে ফেললাম। নামানোর পর এবার ইনস্টল দেওয়ার পালা। কোন কোন ধাপে ইনস্টল করতে হবে সেটা বুঝে নিতে একবার রিং ভাইকে ফোন করে জিজ্ঞাসা করার ইচ্ছে হল। তাকে ফোন করে বুঝতে পারলাম একটা ভুল করে ফেলেছি। উচিত ছিল পিপিএ দিয়ে ইনস্টল করা। কিন্তু ব্যবহার যে করতেই হবে।
তাই সময় নষ্ট না করে খুব দ্রুতই ইনস্টল কর ফেললাম।
রূপটা তার আগেই দেখা ছিল। তাই খুব দ্রুত তার গুণগুলো দেখে নিতে দেরি করলাম না। সাদা চোখে যা যা প্রাথমিক ভাবে চোখে পড়েছে সেগুলো আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি।
নতুন যা যুক্ত করা হয়েছ:
১) কেডিইতে আইকনগুলো নতুন করা হয়েছে। দেখতে ভাল লাগছে। যদিও উবুন্টুর বাটনগুলোই আমার কাছে বেশী ভাল লেগেছে।
২) StrikeThrough, SuperScript এবং SubScript এর জন্য আলাদা করে বাটন যুক্ত করা হয়েছে। এই কাজগুলো আগে অপশন থেকে বা শটকার্ট দিয়ে করতে হত। এখন থেকে মাউসের ক্লিকেই করা যাবে টুলবার থেকে।
৩) Image, TextBox এবং Chart এর মত বিষয়গুলো উপরের টুলবারে নিয়ে আসা হয়েছে যেটা আগে নিচের Drawing Tool Bar এ থাকতো।
৪) Insert PageBrake নামে একটা বাটন নতুন দেখতে পাচ্ছি। এটাতে ক্লিক করলে আপনি পাতার যেখানেই থাকেন না কেন সরাসরি নতুন পাতায় চলে যাবেন। যেটা আগে কিবোর্ড শটকার্ট দিয়ে করতে হত।
৫) Insert Field নামে একটি নতুন বাটন যুক্ত করা হয়েছে। যার ফলে টুলবার থেকেই পাতার নম্বর দেওয়া সহ আরও কিছু কাজ অনায়াসেই করা যাচ্ছে।
৬) টেক্সে শেডো দেওয়ার জন্য আলাদা একটি বাটন যুক্ত করা হয়েছে টুলবারে।
৭) ফুটনোট, কমেন্ট করার জন্য আগে অপশন থেকে যেতে হত। কিন্তু এখন টুলবার থেকেই করা যাচ্ছে।
৮) বেসিক শেপের জন্য আগে ড্রয়িং টুলবারে যেতে হত। কিন্তু এখন সেটা উপরের টুলবারে দেওয়া হয়েছে যা কাজকে আরও দ্রুত করবে।
৯) লাইন স্পেসিং বাটনটায় আরও অপশন যুক্ত করা হয়েছে।
১০) আগে নাম্বারিং এবং বুলেটিং করার পর তাদের থিম বদলানো যেতো। এখন সরাসরি বাটনগুলোর সাথে ডাউন এরো দেওয়া আছে। সেখান থেকে পছন্দ মত স্টাইল পছন্দ করে বুলেট বা নাম্বারিং করা যাচ্ছে।
১১) ক্রিনের ডান পাশে একটা অতিরিক্ত টুলবার দেওয়া আছে যেটি দিয়ে সাধারণ ফরমেটিংগুলো করা যাচ্ছে।
১২) টেবিল ফ্লটিং টুলবারে অতিরিক্ত Select Table নামে একটি অপশন যুক্ত করা হয়েছে। এর ফলে খুব দ্রুত সম্পূর্ণ টেবিল সিলেক্ট করা যাচ্ছে। সাথে যুক্ত করে দিয়েছে TableCaption দেওয়ার জন্য একটি বাটন। delete table বাটনটি নতুন যুক্ত করেছে না আগেই ছিল ঠিক মনে পড়ছে না।
কিছু না পাওয়া:
নতুন অনেক কিছুই যুক্ত করা হয়েছে। কিন্তু এমন অনেক কিছুই অপরিবর্তিত রয়ে গিয়েছে যা পরিবর্তন করার দরকার ছিল।
এর মধ্যে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে টেবিল ছোট বড় করার বিষটি। অন্যান্য অফিস স্যুইটে টেবিলের নিচের ডান দিকে কার্সর ধরে রেখে সম্পূর্ণ টেবিল ছোট বড় করা যায়। কিন্তু লিব্রি অফিসে এখনও সেটা করা যায় না। এটা যুক্ত করে দিলে খুব ভাল হত।
এই সংস্করণে কিছু বাগ দেখতে পাচ্ছি।
প্রথমেই নজরে পড়ল টেক্স ও হাইলাইট কালার জন্য পাশের ডাউন অ্যারোতে ক্লিক করলে একটা নতুন উইন্ডো খুলে যাচ্ছে। এই উইন্ডোর ক্রসে, মিনিমাইজে ক্লিক করলে কোন কাজই হচ্ছে না। পুনরায় ডাউন অ্যারোতে ক্লিক করে সেগুলো হাইড করতে হচ্ছে।
এ ছাড়া আরো দুই একটা বাগ দেখতে পাচ্ছি। আশা করছি দ্রুত আপডেট দিয়ে এগুলো ফিক্সড করে দেওয়া হয়েছে।
আপাতত এই চোখে পড়ছে। আপনারা আর কিছু দেখে থাকলে যুক্ত করে দিলে খুশী হব।
যারা নতুটি ব্যবহার করতে চান তাদের জন্য। এই কোডগুলো আপনার টারমিনালে চালিয়ে দিন।
sudo add-apt-repository ppa:libreoffice/libreoffice-4-4
sudo apt-get update
sudo apt-get dist-upgrade
sudo apt-get install libreoffice