টপিকঃ এন্ড্রোয়েডের থিম তৈরির পিসি সফ্টওয়্যার
বুঝতে পারছিনা এই টপিকটা কোথায় লিখবো। যেহেতু সফ্টওয়্যারটি পিসির সে জন্য এন্ড্রয়েড ফোরাম এ লিখলাম না।আমার টপিকের শিরোনাম শুনেই বুঝে গেছেন আমি একটি এন্ডোয়েডের থিম তৈরি করারা সফ্টওয়্যার চাই।
আমার ডিজাইন করা ফটো দিয়ে থিম তৈরি করে তা এন্ড্রোয়েড এ ব্যবহার করবো এবং বন্ধুদের শেয়ার করবো। গুগোলিং করে ভারো শুফল পাইনি তাই আপনারে শরাপন্ন হলাম। সফ্টওয়্যারটি ভালো মানের হতে হবে। যাতে এন্ড্রয়েডের ভার্সন, স্কিন অনুযায়ী থিম তৈরি করা যাবে।
অন্তত সফ্পওয়্যারের নামটা বললে খুশি হব।