Re: ক্যারিয়ার হিসেবে CSE
১. আগামী দশ কিংবা ত্রিশ বছর পরের কথা চিন্তা করুন। সবকিছুই কম্পিউটার নিয়ন্ত্রিত। তখন একেকজন প্রোগ্রামার একজন সিইও এর থেকেও বেশী সম্মান পাবেন। তিনি একটা কোম্পানী সৃষ্টি করবেন তার দুই হাতের দশটা আঙ্গুল দিয়ে। সুতরাং ভবিষ্যত অনুমেয়।
২.CSE Computer Science and Engineering এটা বাংলাদেশে আলাদা একটা সাবজেক্ট বানানো হইছে(বাইরের কিছু কিছু ইউনি তে আছে সাবজেক্ট টা)। ব্যাপারটা অনেকটা CS & EE একসাথে করে দেয়ার মত। কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল একই সাথে পড়ানো হয় এতে। গণিতের আধিপত্য অনেক। সেই সাথে ইলেক্ট্রিক্যাল এর নানা মূল বিষয় আছে।
CS Computer Science এক্ষেত্রে শুধুমাত্র কম্পিউটার বিজ্ঞান পড়ানো হয়। এখানে গণিতের আধিপত্য কম।
CSSE Computer Science and Software Engineering এখানে কম্পিউটার বিজ্ঞান এবং সফটওয়্যার প্রকৌশল পড়ানো হয়। এতেও গণিতের আধিপত্য কিছুটা কম।
বেস্ট বলতে কিছু নেই। আপনি যা করবেন তাই বেস্ট। আপনি নিজের চাহিদা মত বেছে নেবেন সাবজেক্ট। যদি সিম্পল প্রাতিষ্ঠানিক চাকরি করার ইচ্ছা থাকে তাহলে CSE হল এঞ্জিনিয়ার। সবাই এঞ্জিনিয়ার খোজে। আর যদি নিজের শেখার আগ্রহ থেকে শিখতে চান তাহলে বাংলায় পড়েও প্রোগ্রামিং কে পেশা হিসেবে নিতে পারবেন।
৩.মোটামুটি সবটাতেই এই সাবজেক্ট গুলা থাকে থাকে। তবে আরও ভাল করে খোজ নিয়ে দেখুন ওদের ডিপার্টমেন্টে গিয়ে।
আরেকটা আছে
SE Software Engineering এখানে কম্পিউটারের হার্ডওয়্যার সম্পর্কিত বিষয় কম থাকে।
তবে প্রতিটার প্রথম এক কিংবা ক্ষেত্র বিশেষে দুই সেমিষ্টার এর কোর্স একই থাকে।
যদি নিজের ভিতর অ্যালগরিদম নিয়ে খেলা করার প্রবনতা থাকে তাহলে কেউ আপনাকে দমিয়ে রাখতে পারবে না। মূল কথা হল কোড সবাই লিখতে পারে। কিন্তু অ্যালগরিদম সবাই পারে না।