সর্বশেষ সম্পাদনা করেছেন MMH Rakib (২৭-০৪-২০১৪ ২১:১৯)

টপিকঃ গ্রাফিক্স ডিজাইন এর উপর পড়াশুনা করতে চাই।

সব সময় নতুন কিছু জানতে চাই

Re: গ্রাফিক্স ডিজাইন এর উপর পড়াশুনা করতে চাই।

MTCA ভালই (বর্তমানে পড়ছে কয়েকজনের মতামত)।
আমি ইন্ডিয়ায় একটা চেষ্টা করছি ওটা না হলে MTCA তেই ভর্তির ইচ্ছা আছে।
তবে কিছু আইডিয়া (Max,Maya,AE) অনলাইন থেকে আগেভাগেই নিয়ে নেয়া ভাল ।
তাছাড়া এ কোর্সে আপনাকে ১০%শেখাতে পারবে কীনা সন্দেহ ,যা শেখবার নিজ ইচ্ছায় শিখতে হবে ।
ও আর একটা কথা ,এনিমেশন এবং থ্রিডি আর্ট দেখতে যেমন সোঁজা করতে তেমনি কঠিন।
Max দিয়ে এক বিদেশি ক্লায়েন্টের জন্য একটা TVC বানাতে হয়েছিল আমার ৩মাস খাটতে হয়েছে এর জন্য।
এমনও হয়ে বিকাল ৪টায় বসেছি পরদিন সকালে খেয়ে আবার বসে পড়েছি।
৩দিন একটানা (ঘুম ছাড়া ,রাতদিন) পিসিতে বসে থাকতে হয়েছে আমার।
সুতরাং আগ্রহ নিয়ে আসুন ,আবেগের বশে নয় big_smile

Re: গ্রাফিক্স ডিজাইন এর উপর পড়াশুনা করতে চাই।

Re: গ্রাফিক্স ডিজাইন এর উপর পড়াশুনা করতে চাই।

সার্টিফিকেট চাইলে সান্তা মরিয়াম এ পড়তে হবে। না চাইলে বাসায় বসেই শিখে ফেলুন। এত কঠিন কিছুনা।

Re: গ্রাফিক্স ডিজাইন এর উপর পড়াশুনা করতে চাই।

নাহিদ ইসলাম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: গ্রাফিক্স ডিজাইন এর উপর পড়াশুনা করতে চাই।

একা একা শিখছেন আমাদেরকেও শেখান।

আর মানুষের মধ্যে  কিছু লোক এমন রয়েছে যারা বলে,আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি অথচ আদৌ তারা ঈমানদার নয়-সূরা বাক্বারাহ আয়াত নং০৮