ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
আল্লাহ সুবহানাওয়া তা'য়ালা রাজুর আম্মার আত্মাকে মাগফিরাত দিন। তাঁকে জান্নাত দান করুন।
খবরটা শুনে এতোটা খারাপ লেগেছে, কিন্তু বোঝানোর মতো, বলার মতো একটা লাইনও পাচ্ছি না। তবুও হাতড়াচ্ছি, চাচ্ছি অনুভূতিটা শেয়ার করতে। পারব না জানি। আর এর কোন সান্তনাও ত হয় না। এই হারানোর সাথে কিছুরই তুলনা চলে না।
আজ প্রায় ১০ মাস হয়ে যাচ্ছে, এখনও নিজেকেই সামলে নিতে পারি নি। অন্যকে আর কি বলব। শুধু বুঝি নিজের উপর একটা সুশীতল ছায়া চিরদিনের মতো হারিয়ে ফেলেছি।
আল্লাহুম্মা ইন্নাকা য়াফু্ঊন - (হে আল্লাহ আপনি ক্ষমাশীল)
তুহীব্বুল য়াফওয়া - (আপনি মাফ করতে ভালবাসেন)
ফা' ফু আন্নী - (আমাকে মাফ করে দিন।)