টপিকঃ নেট স্পীড সমস্যা
পিসিতে কোন অপারেটর ইউস করলে ভাল স্পীড পাব এবং আনলিমিটেড কোনটা ভাল? যদিও ফোরামের বাইরে এসব আলোচনা করতে হয়। প্লীজ সাহায্য করবেন। আর যদি সরাসরি পোষ্ট করতে না পারলে মেসেজ দেবেন প্লীজ।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » উইন্ডোজ » নেট স্পীড সমস্যা
পিসিতে কোন অপারেটর ইউস করলে ভাল স্পীড পাব এবং আনলিমিটেড কোনটা ভাল? যদিও ফোরামের বাইরে এসব আলোচনা করতে হয়। প্লীজ সাহায্য করবেন। আর যদি সরাসরি পোষ্ট করতে না পারলে মেসেজ দেবেন প্লীজ।
আনলিমিটেড শুধু কাগজে কলমে,সত্যিকার আনলিমিটেড বইলা মোবাইল অপারেটর এর কোনো প্যাকেজ নাই।টেলিটক ভাল সার্ভিস দিচ্ছে ।
আমার এলাকায় নতুন ব্রডব্যান্ড এনেছে ,আমি কি করে বুঝব যে তাদের সার্ভিস ভাল হবে?জানালে উপকৃত হতাম।
আমার এলাকায় নতুন ব্রডব্যান্ড এনেছে ,আমি কি করে বুঝব যে তাদের সার্ভিস ভাল হবে?জানালে উপকৃত হতাম।
১)ওদের প্যাকেজগুলো সম্পর্কে জানুন।অথাৎ কত টাকায় কত স্পিড দিচ্ছে সেইটা
২)স্পিড যতটুকু দেওয়ার কথা ততটুকুই দিবে না দিনে রাতে হেরফের হবে?
৩)লোডশেডিং হলেও পাওয়ার ব্যাকআপ পাবেন কিনা
৪)আপনার প্রোভাইডার বিডিআইএক্স সার্পোটেড কিনা
৫)টিভি দেখার সুবিধা আছে কিনা।দেখালে কয়টি চ্যানেল দেখাবে।
৬)মেইন্টেইনেন্সের কাজ থাকলে কি লাইন বন্ধ থাকবে থাকলে কতক্ষন থাকতে পারে?
এই সব বিষয়গুলো একটু লক্ষ্য করে নিয়েন।পারলে আরও যদি আইএসপি থাকে তবে তাদের মধ্যে একটু কম্পেয়ার করে নিয়েন
ধন্যবাদ সেজান ভাই,
৫১২ এর জন্য ৭০০/- এবং ১ এমবি এর জন্য ১৩০০/-,লোড শেডিং এ কন ব্যাকাপ নাই।ভাই "বিডিআইএক্স সার্পোটেড" এটার ব্যাপারে একটূ বলবেন কি ?
সেজান ভাইয়ের সাথে একমত।
বিডিআইএক্স সম্পর্কে যা জানলাম তা হল সে তার সদস্য আইএসপি,মোবাইল অপারেটর ও কনটেন্ট প্রোভাইডার কোম্পানিগুলোর সেবার মান বাড়ানোর জন্য কাজ করে থাকে।
বিডিআইএক্স সম্পর্কে এখানে জানতে পারবেন।
তবে কি এই লাইন নেয়া যাবে?
ধন্যবাদ সেজান ভাই,
৫১২ এর জন্য ৭০০/- এবং ১ এমবি এর জন্য ১৩০০/-,লোড শেডিং এ কন ব্যাকাপ নাই।ভাই "বিডিআইএক্স সার্পোটেড" এটার ব্যাপারে একটূ বলবেন কি ?
বিডিআইএক্স হলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা ইন্টারনেটওয়াকিং ব্যবস্থা।এর মাধ্যমে বিডিআইএক্স এর সাথে সংযুক্ত আইএসপি থেকে আপনি অতি দ্রুততার সাথে নেট থেকে ফাইল নামাতে পারবেন।বিডিআইএক্স এর সাথে সংযুক্ত আইএসপিগুলোর লোকাল এফটিপি সার্ভার আছে সেই সার্ভারে মুভি,গান,গেমস সফটওয়্যার ইত্যাদি অনেককিছু আছে যা আপনি 1mbps-5-6-7-8-9-10mbps স্পিডে নামাতে পারেন।তাছাড়া অনেক আইএসপি টিভি দেখার সুবিধা এবং গেমস সার্ভার এর সুবিধা দিয়ে থাকে।সুতরাং ব্রডব্যান্ড লাইন নেওয়ার আগে আপনার আইএসপি বিডিআইএক্স এর সদস্য কিনা এটা জেনে নেওয়া উচিত।
512 এর জন্য ৭০০ টাকা অনেক বেশি আমাদের এখানে তো 2 mbps দিচ্ছে ৫০০ টাকায়
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » উইন্ডোজ » নেট স্পীড সমস্যা
০.০৫৭১৮৩০২৭২৬৭৪৫৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৩.৯৮১২৬০৮০৮১১২ টি কোয়েরী চলেছে