টপিকঃ চেরিলের জন্মদিন কবে? : মজার লজিক - ১
চেরিলের (শেরিলের) জন্মদিন কবে? প্রশ্নটা করা হয়েছিল সিংগাপুরের একটি হাইস্কুলের প্রশ্নপত্রে। ব্যাপারটা চাউর হয় কেনেথঝিয়ান ওয়েন নামে এক ব্যাক্তি যখন তার ফেসবুক পেজে প্রশ্নটা পোস্ট করেন গত ১০ এপ্রিল। দারূন লজিকের এই প্রশ্নটি দ্রুত বিভিন্ন দেশে আলোড়ন সৃষ্টি করে। সিএনএন, বিবিসি, ডেইলি টেলিগ্রাফ, গার্ডিয়ান, নিউইয়র্ক টাইমস পর্যন্ত এটি নিয়ে নিউজ করে। প্রশ্নটা দেখার পর প্রথমেই মনে হল এটি সমাধান সম্ভব না। আমার সময় লাগল প্রায় আধাঘন্টা (যদিও এটি সমাধানের জন্য ১০ মিনিট সময় দেয়া হয়েছিল)। ইন্টারনেটে অবশ্য অনেকেই এর সমাধান দিয়ে দিয়েছে। তবে চিট না করে একটু মাথা খাটালে দারূন মজা পাবেন নিশ্চিত।
প্রশ্নটির বাংলা অনুবাদ দিলাম:
এলবার্ট ও বার্নার্ড চেরিলের নতুন বন্ধু। তারা চেরিলের জন্ম তারিখ জানতে চাইল। (বাট, চেরিল বড়ই ঘিরিঙ্গি টাইপের ।) সে তাদের সরাসরি না বলে, ১০টি সম্ভাব্য জন্ম তারিখ বলল: May 15, May 16, May 19, June 17, June 18, July 14, July 16, August 14, August 15 or August 17 ।
এরপর চেরিল এলবার্ট কে গোপনে মাসের নাম বলল আর বার্নার্ড কে দিন বলল।
এটুকু তথ্য জানার পর – এলবার্ট ও বার্নার্ড এর কথোপকোথন:
এলবার্ট: আমি চেরিলের জন্মদিন জানিনা, কিন্তু এটা জানি যে, বার্নার্ড তুমিও জানোনা।
বার্নার্ড : হ্যা, আমি একটু আগেও জানতাম না, কিন্তু তোমার এই মন্তব্যের পর বুঝে গেছি।
এলবার্ট : তাহলে এখন আমিও বুঝে ফেলেছি।
পাঠক আপনি কি জেনেছেন? না জানলে চেরিল কে ফেসবুকে এড করুন, এর পর জন্মদিন দেখে নিন অথবা চেরিল টাইপের কারো থেকে ১০০ হাত দুরে থাকুন।
অনুরোধ : ৭ দিনের আগে উত্তরটা কেউ ফোরামে পোস্ট করবেন না। সমাধান করলে শুধু জানাবেন : পেরেছি।