টপিকঃ ভালোবাসা এবং সেক্স
অধিকাংশ মানুষের কাছে সেক্সটাই আগে।মানুষ আসলে কাউকে পেতে চাই যে তাকে কিছুটা সুখ দেবে। যখন কোন মেয়েকে দেখে কারো ভালো লাগে সে ভাবে যদি তাকে পেতাম...।কিন্তু কেউ মুখ ফুটে আসল কথা টা বলতে পারে না আর তাই বাহানা করে বলে আমি তোমাকে ভালোবাসি(আর যারা বলে তাদের কে আমরা বলি বদমাইশ,খারাপ ছেলে) ।এটা বাহানা মাত্র। কাউকে পাওয়ার জন্য এই মাধ্যমে ছলনা করা হয়।কিন্তু যে ভালাবাসা নেই তা নয়।প্রকৃত ভালাবাসা হয় মনের সাথে।সেখানে দেহের প্রতি লোভ থাকবে না,সন্দেহ থাকবে না, ছাড় দেবার মানসিকতা থাকবে,একে অপরের প্রতি আন্তরিক হবে,একে অপরের খুশির জন্য ভাববে।এখন আমাদের সমাজের ভালোবাসা হয়ে গেছে অফুরন্ত। এদের ভালাবাসা ফুরায় না যদি হাজার জন কে ও দেয়া হয়।মানুষ কোন পশু না।পশু আর মানুষের মধ্যে এখানেই পার্থক্য।