টপিকঃ লজ্জা
কেও কিছু লিখলেই তাকে মেরে ফেলা হবে ?তাকে দেশের বাইরে পাটীয়ে দেওয়া হবে সেই স্বাধীনতা কে আমি বিশ্বাস করি না । এক জন মানুষের স্বাধীনতা আছে যা ইসশা টা লিখার। এক জন মানুষের ভাল বলার বা কোন কিছু কে খারাব বলার অধিকার আছে ।কিন্তু সুধু ধর্ম এর দহাই দিয়ে এক জন কে মেরে ফেলবে ? ছি । মানুষ এর জীবন কি এতো তাই সস্তা । র আমরা মুসলিম তহ শান্তির ধর্ম । তাইলে আমরা এই ভুল কেন করি ।আমরা কেন ভুলে যাই মানুষ মাত্র ভুল করে । কেন তারা তাকে না বুজিয়ে হত্যা করল । তার মা আছে বন আছে, আছে স্ত্রী , ছেলে মেয়ে । উপ নারা যারা মারলেন তারা কি তাদের কথা একবার ভাব্লেন না । সত্যি নিজেকে মুসলিম বলতে কষ্ট হই । শান্তির ধর্ম কে আপনারা অশান্তির ধর্ম বানিয়ে দিতসেন।