টপিকঃ লজ্জা

কেও কিছু লিখলেই তাকে মেরে ফেলা হবে ?তাকে দেশের বাইরে পাটীয়ে দেওয়া হবে সেই স্বাধীনতা কে আমি বিশ্বাস করি না । এক জন মানুষের স্বাধীনতা আছে যা ইসশা টা লিখার। এক জন মানুষের ভাল বলার বা কোন কিছু কে খারাব বলার অধিকার আছে ।কিন্তু সুধু ধর্ম এর দহাই দিয়ে এক জন কে মেরে ফেলবে ? ছি । মানুষ এর জীবন কি এতো তাই সস্তা । র আমরা মুসলিম তহ শান্তির ধর্ম । তাইলে আমরা এই ভুল কেন করি ।আমরা কেন ভুলে যাই মানুষ মাত্র ভুল করে । কেন তারা তাকে না বুজিয়ে হত্যা করল । তার মা আছে বন আছে, আছে স্ত্রী , ছেলে মেয়ে । উপ নারা যারা মারলেন তারা কি তাদের কথা একবার ভাব্লেন না । সত্যি নিজেকে মুসলিম বলতে কষ্ট হই । শান্তির ধর্ম কে আপনারা অশান্তির ধর্ম বানিয়ে দিতসেন।  sad sad sad sad sad sad angry

সর্বশেষ সম্পাদনা করেছেন Eskaybd (৩১-০৩-২০১৫ ২৩:৫৯)

Re: লজ্জা

আওয়ামীলীগ নিজেই যেখানে বাকস্বাধীনতার ঘোরতর বিরোধী
আওয়ামীলীগের বিরুদ্ধে কথা বলায় আজ ৪ জন শীর্ষ গনমাধ্যম ব্যক্তি সহ হাজার হাজার মানুষ জেলে
আছে
বলা হয় বাকস্বাধীনতার নামে যে কেউ যা ইচ্ছা তা বলতে পারে না
কথা বলার নাকি একটা সীমা থাকা উচিত
যেখানে আন্তর্জাতিক ট্রাইবুনাল এর বিরুদ্ধেও কথা বলার সুযোগ নাই
সেখানে ধর্মের বেলায় তারা কিভাবে একচ্ছত্র বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তা বলার পক্ষে কথা
বলে তা বোধগম্য নয়।
ধর্মের বেলায় তারা মুক্তমনা অর্থাৎ যা ইচ্ছা তা বলা পছন্দ করলেও
বাংলাদেশের সংবিধান, সংসদ, বিচারালয়, এই সব বিষয়ে মুক্তমনা হয়ে কিছু বলা একেবারেই চরম
অপরাধ
এই কেমন দ্বিমুখী নীতি।
মুক্তমনা যদি আপানাদের এতই পছন্দ,
তাহলে বাংলাদেশের রাষ্ট্রের সব ভিত্তিকে নিয়ে বিরুপ মন্তব্য এবং মনের ইচ্ছা প্রকাশ করে কথা
বলার সুযোগ দিন।
অস্বাভাবিক মৃত্যু কাররি কাম্য নয়। তাই বলব না এই ব্লুগার কে হত্যা করা ঠিক হয়েছে। তবে এ ও বলব বাংলাদেশে ব্লাশফেমি আইন বা ধর্ম
অবমাননা আইন থাকা উচিৎ যাতে এ ধরনের হত্যা রোধ করা যায় এবং ধর্ম নিয়ে কটুক্তিকারিদের ও শাস্তি দেয়া যায়।

নোটঃ এই লেখাটি BBC এর একটি পোষ্টে ফেইসবুক কমেন্ট এ পাওয়া।  আমি শুধু সামান্য পরিবর্তন করে প্রকাশ করলাম।

Re: লজ্জা

প্রথম এ বলব যে bcc  যে পোস্ট টা করসিল সেটা কিন্তু আমি নিজেই , ভাল করে যদি id এর নাম টা দেক তেন তাহলে হইত বুজতে পারতেন । যাই হক ভাই যে যেই দল এ করুক সেটা ধেকার বিসয় নাই । যে ভুল করবে তার বিরুদ্দে লিকব এটা তে কি বলল সেটা ধেকার বিসয় নাই । আপনি বললেন যে বাগ স্বাধীনতা হরন করা হইসে । কই তাই যদি হইত তাইলে তহ আপনি এটা লিক্তে পারতেন না ।সরকার এর বিরুদ্দে লিক্তে পারতেন না । নাস্তিক রা ধর্ম এর বিপক্কে লিক্তে পারত না । আমি এই খানে কোন পোস্ট ও করতে পারতাম না । sad আর  শুধু  নাস্তিক দের দোষ  দিলেন  আরে ভাই কে কি চিলালাইলো তাতে কান দেন কেন । নাগ গলান কেন , তারা যা করে করুক , আপ্নারা নাগ গলান ধেকে এ তহ তারা বেসি অনুপ্রানিত হই । sad

সর্বশেষ সম্পাদনা করেছেন Eskaybd (০১-০৪-২০১৫ ০০:১৪)

Re: লজ্জা

Re: লজ্জা

ভাই আমি যেমন অনেক কিছু করতে পারব না টীক  তেমন এ আমি কি আমি আমার ঘরের  মধ্য ও কিছু  করতে পারব না । আমি যা কিছু করি না কেন সেটার একটা স্থান আছে । জাইগা আছে । আমি এই বাইরে  কোন কিছু করি না । কিন্তু সেখানে আগ বারিয়ে যদি কেও কিছু করে তাহলে আপনি কি তাকে কিছু না বলে ছুপ করে থকাবেন । এক জন মানুষ লিখে কিন্তু  সে যাই লিখুক যে বিসয় এ যদি কোন কথা না বলা হই তেইলে কিন্তু সে হতাশ হবে ।অ্যান্ড এক পরজাএ গিএ লিখা বাদ দিয়ে দিবে । কিন্তু টা না করে মানুষ হত্যা এটা কেমন কথা ভাই বলেন ।

Re: লজ্জা

Re: লজ্জা

খারাপ কে খারাপ আর ভালোকে ভাল বলাই মানুসের ধরমো।

বেকুবে কয় কি?

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত