টপিকঃ জিপি-তে ফ্রি নেট
জিপিতে ৪ জিবি করে ফ্রি নেট দিতেছে (ফেসবুক ব্যাবহারের জন্যে)। মেয়াদ ১ মাস। কিন্তু মজার ব্যাপার হলো, আপনি যতবার রিকুয়েষ্ট করবেন (কিছুক্ষণ পর পর রিকুয়েষ্ট পাঠাতে হবে), ততবারই ৪ জিবি করে ফ্রি দিচ্ছে। জিপি এত্ত উদার হওয়ার কারন কি? যতটুকু জানি ২১ তারিখ থেকে এন্ড্রয়েড মোবাইলে "Internet.org" এ্যাপের মাধ্যমে যে কোন সীম থেকে ফেসবুক পুরো ফ্রি।
যাদের এন্ড্রয়েড নাই, তাদের ৪ জিবি সুযোগটা বেশ কাজে লাগবে।
ডায়াল কোড: *5010#
আর ২৯ টাকা রিচার্য করে ২৯ এমবি অপেন ইন্টারনেট ভলিউম (যে কোন সাইট ভিজিট করার জন্যে) অফারটি গ্রহন করুন। এটার মেয়াদ ৪ দিন। কিন্তু আগের ৪ জিবি অফার গ্রহনের কারনে মেয়াদ হবে ৩০ দিন। পুরো মাস ফ্রিতে চলুন।