Re: বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজ (ওয়ানডে - টিটুয়েন্টি- টেস্ট)
টাইগারদের বোলিং এর ধার কমে গেছে। এ মাত্র সাকিবের বলে আজহার আলী আউট হয়ে গেল।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজ (ওয়ানডে - টিটুয়েন্টি- টেস্ট)
টাইগারদের বোলিং এর ধার কমে গেছে। এ মাত্র সাকিবের বলে আজহার আলী আউট হয়ে গেল।
টাইগাররা দারুণভাবে খেলায় ফিনে এসেছে ২০২/২ থেকে বর্তমান স্কোর ২৪৪/৮ পাকিস্তানের।
জুনাইদ মিয়ারে রিভার্স সুইপ খেলা শিখাইলো কে? শেষ ওভারগুলোতে স্বপ্নের মত ফিরে এল বাংলাদেশ। ২০৩/৩ থেকে ২৫০/১০।
বাংলাওয়াশের পথে আরো একধাপ এগিয়ে গেল টাইগার বাহিনী।
নাইস কামব্যাক বাংলাদেশ ক্রিকেট টিম এখন একটু দেখে শুনে ব্যাটিং করলেই হয়
সাবাস বাংলাদেশ। মনটা খারাপ ছিল, টাইগাররা পুরাপুরি ভালো কইরা দিলো।
বদলে যাওয়া টাইগার বাহিনীর উত্থানের রহস্যটা কি খুব জানতে ইচ্ছে করছে। গত বিশ্বকাপের আগ পর্যন্ত আমরা দেখেছি, কখনো কোন ব্যাটসম্যান আউট হলে সাথে সাথে মড়ক লেগে যেত, এক ধরণের প্রতিযোগিতা শুরু হয়ে যেত কার আগে কে ড্রেসিং রুমে ফেরত যাবে। আর এখন ? কোন ব্যাটসম্যান ব্যর্থ হলে আরেকজন হাল ধরছে। বিশ্বকাপে রিয়াদ ভরসার কান্ডারী হয়েছিল। এ সিরিজে রিয়াদ পুরোপুরি ব্যর্থ তারপরেও কিন্ত দলে তার কোন প্রভাব পড়েনি। তামিমের রানে ফেরাই রিয়াদের ব্যর্থতাকে ঢেকে দিয়েছে। শেষ ম্যাচে সৌরভের দারুণ সেঞ্চুরি !
এক সময় পাকি অধিপতি ইমরান খান তাচ্ছিল্য করে টাইগার অধিপতি গাজী আশরাফ হোসেনের সাথে ক্রিচে যেয়ে টস করেননি। টস করেছেন ক্রিচের বাইরে। এতটাই অবহেলা করেছিলেন তিনি। আজ সেই পাকিদের বাংলাওয়াশ নিশ্চয় লিপুর সেই দিনের অপমানিত হবার দু:খ ভোলা যায়।
চমৎকার খেলেছে আজ পুরো বাংলাদেশ টিম।
বাংলাদেশ আর পাকিস্তানের খেলা দেখে মনে হচ্ছে বাংলাদেশ পাড়ার কোন ক্রিকেট দলের সাথে খেলছে।একটা ম্যাচে নূন্যতম ফাইট দিতে পারলনা।প্রতিটি ম্যাচেই পাকিস্তানকে সব ডিপার্টমেন্ট এ বাংলাদেশে পরাজিত করেছে।আজকে পিটিভি স্পোর্টস এ গেম অন নামে একটা অনুষ্ঠান হয় যেখানে বাংলাদেশ আর পাকিস্তান সিরিজ নিয়ে আলোচনা হচ্ছিল ঐ খানে ওদের উপস্থাপক সহ অন্যান সব অতিথিদের হতাশা দেখে আমারি খারাপ লাগছিল।ওরা ওদের ক্রিকেটার সহ ওদের ক্রিকেট ম্যানেজমেন্টকে ধুয়ে মুছে দিচ্ছিল।আর বার বার বলতাছিল বাংলাদেশের কাছে হারছি বাংলাদেশের কাছে হারছি এইটা মনে হয় ওরা বিশ্বাসই করতে পারতাছেনা।দেখে মনে হচ্ছিল ওদের গেীরবউজ্জল ক্রিকেট এখন ওদের জাতীয় লজ্জার বিষয় হয়ে গিয়েছে।
ইন শা আল্লাহ ওয়ানডে সিরিজের ধারাবাহিকতা বজায় রেখে আশাকরি টাইগাররা টি২০তেও আমাদের নিরাশ করবে না।
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজ (ওয়ানডে - টিটুয়েন্টি- টেস্ট)
০.০৪৬৫৬০০৪৯০৫৭০০৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৫৭.০০১৭৬৩৫১৭২৮৫ টি কোয়েরী চলেছে