টপিকঃ আমি শেখ হাসিনা হতে চাই
আমি শেখ হাসিনা হতে চাই । কেন এ বা হতে চাইব না বলতে পারেন । এতো সুখ এতো শান্তি এত বিনোদন শেখ হাসিনা না হইলে কি পাওয়া যাবে ।
যে কারনে আমি শেখ হাসিনা হতে চাই তার কিছু কারন তোমাদের বললে হইত তোমরাও আমার সাথে এক মত হবে ।
১। আজিবন ক্ষমতা তে থাকতে পারা যাবে ।
২। আজিবন বাংলা এর মানুষ দের বোকা বানিয়ে রাখা যাবে ।
৩। বাপের নাম ডিঙয়ে মাস্তি করা যাবে ।
৪। সত্যি কথা বললে রাজাকার হিসাবে জেলে পুরিয়ে দেওয়া যাবে ।
৫। অসাম্প্রদায়িকতা এর কথা বলে নিজের কাজ হাসিল করা যাবে ।
৬। রাস্তাই বের হলে বোকা মানুষ রাস্তা রাস্তা ছেরে দিবে ।
৭। অনন্যাই করলেও বিদেশী দের সাপোর্ট পাওয়া যাবে ।
৮। কোটি কোটি টাকা থাকা সত্তেও আমাই কেও ধরতে পারবে না ।
৯। আমার বিরুদ্ধে কেও লিক্লে জেলে পুরিয়ে দেওয়া যাবে ।
১০। সব প্রশাসন আমার হাতের তালু এর মধ্য থাকবে ।
এই সব পেলে কে শেখ হাসিনা হবে না বলেন । আমাই শেখ হাসিনা বানান আমি ১০ টাকা সের এর চাল খাওয়াব ।
ওরে আল্লা আমি এই সব কি লিক্লাম । আমাই না জানি আবার গরিব এর বন্ধু পুলিশ এসে ধরে নিয়ে যাই ।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু