টপিকঃ PEPSI আইপিএল ম্যাচ সংক্রান্ত সকল আলাপ আলোচনা
আজ থেকে কলকাতা আর দিল্লির ম্যাচ দিয়ে শুরু হচ্ছে PEPSI আইপিএলের আসর। আইপিএলের ম্যাচ সংক্রান্ত, ম্যাচ রিভিও, পারফরমেন্স, খেলোয়াড়, সবকিছু নিয়ে উন্মুক্ত আলোচনা করা হবে এইখানে।
খেলার সিডিউল নামিয়ে নিন এখান থেকে
তো, আর দেরি কেন আসুন আলোচনা শুরু করা যাক।