টপিকঃ ৮.১ মানের জানালা খুলে না। সাহায্য চাই...

ফোরামিক ভাইসকল, উইন্ডোজ চালাতে একটু হেল্প করেন। আমি ডুয়েল বুটের সাহায্যে উবুন্টু 12.04 ও উইন্ডোজ 8.1 চালাই। কিন্তু কোন কারন না দেখিয়ে উইন্ডোজ চালু হচ্ছেনা। বুট হবার পর একটা মেসেজ দিচ্ছে- "Interactive sign in process initialization has failure. Please check the event log for details." রিপেয়ার করার মতলবে সিডি লাগাইলাম। কিন্তু ঠিক হতে চাচ্ছেনা বেটা। বলে Startup Repair couldn't repair your pc. শেষ লাইনে বলছে Log file: C:\windows\system32\logfiles\srt\srtTrail.txt. আমি এখন কি করবাম বাহে?

“যে ব্যক্তি ক্ষুধার্তকে অন্নদান করে, আল্লাহপাক তাকে জান্নাতে ফল খাওয়াবেন। যে তৃষ্ণার্তকে পানি পান করায়, আল্লাহ তাকে জান্নাতে শরবত পান করাবেন। যে কোন দরিদ্রকে বস্ত্র দান করে আল্লাহপাক তাকে জান্নাতে পোষাক দান করবেন”। (তিরমিযী)

Re: ৮.১ মানের জানালা খুলে না। সাহায্য চাই...

জানালা ৮.১ নিয়া আমিও দুঃখে আছি। হঠাৎ লোডশেডিং জনতি কারণে অফ হয়ে গেলে যখন পিসি অন করি তখন বলে এডমিনিস্ট্রেটর হিসেবে লগ-ইন করতে sad যাই হোক পরে সেটাপ দিয়ে ঐ ঝামেলা থেকে রেহাই পেয়েছিলাম sad

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: ৮.১ মানের জানালা খুলে না। সাহায্য চাই...

এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।

Re: ৮.১ মানের জানালা খুলে না। সাহায্য চাই...

কিছুদিন জানালা ৮.১ ইউজ করেছি কিন্তু ভালা পাই নাই। এখন আবার ডাউনগ্রেড হয়ে ৭ এ আছি।

Re: ৮.১ মানের জানালা খুলে না। সাহায্য চাই...

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: ৮.১ মানের জানালা খুলে না। সাহায্য চাই...

জানালা ৮ দিয়া হাতে খরি।
কিন্তু এখন ভাল কপি পাইনা বলে ৭ চালাই.

rokibuzzamankhokon