টপিকঃ আমি একটাকার গ্লাস নাতো
এক টাকার ওয়ান টাইম ইউস গ্লাস ! দাম মাত্র একটাকা । কত কিছুই না করি এই গ্লাস দিয়ে । কোক ,চা কিংবা পানি । চায়ের তাপ কিংবা কোকের বরফ শীতল ঠাণ্ডা থেকে আপনার নরম আঙ্গুল গুলোকে বাঁচায় ।
কিন্তু কাজ শেষে এক টাকার গ্লাসটি আমরাই ছুড়ে মারি ।
ছুড়ে মারবো নাতো কি করবো ? ওটার কাজতো শেষ । যখন দরকার হবে তখন নতুন আরেকটা জোগাড় করে নিব।
আচ্ছা আপনি কিংবা আমি একটাকার গ্লাস নাতো ?