প্রথম কথা ,
আপনি কি কোন কোটার অধিকারী ?
যদি হয়ে থাকেন তাহলে একটু আরাম আয়েশে পড়লেও চলবে স্পেশালি যদি মুক্তিযোদ্ধা কোটা হয়ে থাকে ।
আর না হলে প্রথমেই আপনাকে ২৪ ঘন্টার মধ্যে ১৬-১৮ ঘন্টা পড়ার জন্য মেন্টালি প্রস্তুতি নিতে হবে না হলে বিসিএস আপনার জন্য না !
এখন দ্বিতীয় কথা
কোচিং কি লাগবে না কি লাগবে না
আমার মতে কোচিং লাগবে , কারণ কোচিং এর সহচার্যে থাকলে নিয়ম মাফিক পড়া লেখা হবে এবং কোচিং এর পরীক্ষা গুলা দেওয়ার মাধ্যমে আপনার আপডেট পজিশন সাথে সাথে ভুল-ভ্রান্তি আর উইক পয়েন্ট গুলো জানতে পারবেন। যা বাসায় নিজে নিজে পড়লে হবে না কারণ আপনি আজকে পড়বেন তো পরের ৩ দিন বই হাত দিয়েই ধরবেন না পরশু খেলা , তরশু শরীর খারাপ , তার পরের দিন ভালো লাগছে না এইভাবেই চলতে থাকবে আর কোচিং এর আরো একটা প্লাস পয়েন্ট প্রতিযোগীতার মাঝে থাকা আপনি সব সময় চেষ্টা করবেন প্রথম ৩ জন টপ স্কোরারে থাকার এতে করে আপনার প্রিলিতে ভালো করার প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে।
তবে প্রশ্ন কোচিং এ কখন ভর্তি হবেন - নিজে নিজে বাসায় প্রিপারেশন নিয়ে পরীক্ষার ৬ মাস আগে ভর্তি হতে পারেন ।
কোন কোচিং এ ভর্তি হবেনঃ
এই ব্যাপারে ভালো মতন খোঁজ খবর নিয়ে তবেই ভর্তি হবেন আমার সাজেশন ওরাকল
বাসায় কি ভাবে প্রিপারেশন নিবেনঃ
আপনাকে আগে সিলেবাস সম্পর্কে জানতে হবে,
বর্তমানে বিসিএস প্রিলি মোট ২০০ নম্বরের পরীক্ষা সময় ২ ঘন্টা
সাধারন জ্ঞান -৭০
বাংলা -৩৫
ইংরাজি -৩৫
দৈনন্দিন বিজ্ঞান-১৫
গণিত -১৫
আইকিউ টেস্ট -১৫
কম্পিউটার -১৫
মোট = ২০০
এর পুর্ণাঙ্গ সিলেবাস বিপিএসসির ওয়েব সাইটে এবং কারেন্ট এফেয়ার্সে পাবেন।
এখন কিভাবে প্রিপারেশন শুরু করবেনঃ
অংক-
অংকের জন্য প্রথমে একটা ৮ আর ৯ এর অংক বই কালেক্ট করেন এরপর ১০ দিনের মধ্যে ৮ এর বই এর সব উদাহারন সহ অনুশীলনির অংক গুলা শেষ করে ফেলেন , দেন একবার রিভিশন দেন তারপরে ৯-১০ এর অংক বইটা হাতে নেন এবং একই নিয়মে ২০ দিনের মধ্যে শেষ করেন এই সময়ের মধ্যে বিসিএসের কোন প্রশ্ন দেখার প্রয়োজন নেই এক এক করে অংক গুলা করতে থাকেন পাশাপাশি দ্রুত আর শর্টকাটে সমাধান করার টেকনিক খুঁজে বের করুন কারন পরীক্ষায় একটা অংক করতে সময় পাবেন ৪৫ সেকেন্ডের মতন ।
১ মাসে দুইটা বই শেষ করার পর বিসিএসে বিগত বছরের প্রশ্ন গুলা সমাধান করে ফেলুন সর্বোচ্চ ১ সপ্তাহ সময় লাগবে এর পরের কাজ হলো এমপি থ্রি ম্যাথ বই টা কিনে ফেলুন আর পাশাপাশি ব্যাংক জব গাইড এই দুই বইয়ের যতটা সম্ভব প্রবলেম গুলা সমাধান করার চেষ্টা করেন পরে কোচিং তো আছেই -- এভাবে পড়লে আপনি ১৫ এর মধ্যে ১০ টা অংক সমাধান করতে পারবেন বলে আশারাখা যায়।
সাধারন জ্ঞানঃ
প্রথমে বাজারে দেখবেন বেশ কিছু চটি বই পাওয়া যায় বিসিএসের জন্য সেই গুলা কিনে ফেলেন স্পেশালি ডাইজাস্ট ! দেন সেগুলা এ টু জেড শেষ করে ফেলেন , পাশাপাশি প্রতিদিনের নিউজ গুলা পড়া বা খবরে শোনার চেষ্টা করুন আর অবিউওসলি কারেন্ট এফেয়ার্সের কোন বিকল্প নাই । আপনার সব চটি বইগুলা পড়া শেষ হয়ে গেলে এমপি থ্রি সাধারণ জ্ঞান বইটা পড়তে থাকুন স্পেশালি প্রতিদিন এটলিস্ট ৫০ টা সাধারণ জ্ঞানের প্রশ্ন পড়তেই হবে আর যেটা পড়বেন সেটা মনে রাখার জন্য একটু ডিটেইল গল্পটা পড়ার চেষ্টা করবেন আবার ছন্দ আকারেও পড়তে পারেন এক কথায় আপনার যেভাবে মনে থাকে।
আর বাংলার জন্য আপনারা পেয়েছেন কিনা জানি না ,আমাদের সময় বোর্ডের একটা ব্যাকারণ বই দিতো সেই বইটা আর পাশাপাশি এম পি থ্রি আর বিগত বছরের প্রশ্ন গুলা পড়লেই ভালো করা সম্ভব ।
আর হ্যা পার্টিকুলারলি সব গুলা বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা কিন্ত একটা সাবজেক্টের জন্য একটাই খাতা রাখার চেষ্টা করবেন প্রয়োজনে কাগজ কিনে বাইন্ডিং করে নিবেন কেমন ।
তৃতীয় কথা
ব্যাংক জব এক্সাম আর বিসিএস একই ধরনের হলেও দুইটা ভিন্ন ভিন্ন ট্রাকের পরীক্ষা তবে বিসিএসের প্রিপারেশন নিলে আপনার জন্য ব্যাংক জবের এক্সাম গুলো অনেক সহজ হয়ে যাবে , জেনারেল লাইনের স্টুডেন্টরা ব্যাংক জবের এক্সাম গুলোকে ভয় করে এই জন্য যে , ব্যাংক জবের প্রশ্ন গুলো ইংরাজিতে হয় আর ম্যাথমেটিকালি টার্ম বেশি থাকে ।
সব শেষে আপনার ক্যারিয়ার জীবনের জন্য অনেক অনেক শুভ কামনা থাকলো।
মানুষ মাত্রই মরন শীল , কিন্ত নশ্বর নয় ।।