টপিকঃ নতুন গ্রাফিক্স কার্ড ও ওয়েব ক্যাম কেনার পরামর্শ
জীবনের প্রথম গ্রাফিক্স কার্ডটি কিছু দিন আগে কিনলাম। SAPPHIRE Readon HD 5450 2gb জঘণ্য। DDR3 এতো জঘণ্য হইতে পারে আমার জানাছিল না। তাও আবার ২ জিবি বড় গেম গুলো এক্সট্রাক্ট হলে ভালোই চলে। কিন্তু ইন্সটল করা বড় গেম গুলো স্মুথলি চলে না। যেমন ডেভিল মে ক্রাই-৪,৫ একসট্রাক্ট করা তাই তাই দারুন চলে কিন্তু এসাসিন ক্রিড ইন্সটল করতে হয় আর সেটাই চলে না। তবে পেক্ষাকৃত ছোট যেমন টম রাইডার, কমান্ডো ভালোই চলে। গ্রাফিক্স কার্ড এর কনফিগারেশন বুঝি না। কনফিগার করতে গেলে আরো খারাপ ফল দেয়। এবার জানালা ৭ কে ৬৪ বিট করে দেখবো। না হলে অন্য আরেকটা কার্ড কিনবো।
এইবার বাজেট দশ হাজার টাকা।
সি পি উ কনফিগারেশন
Processor : INTEl(R) Premium(R)CPU G645 @ 2.90GHZ
Rm: 4gb DDR3
Motherboad: Foxconn H6IMXE-V
আরেকটা ওয়েব ক্যাম কিনবো। বাজেট দুই হাজার টাকা।