Re: বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?
ফিফা ১১ গেমরেঞ্জারে ... প্রতিদিন বাংলাদেশীদের কাছে হারি কিন্তু ইন্ডিয়ানদের হারাই। বাংলাদেশিরাই BOSS । এনএফএস মোস্টওয়ান্টেড ২০১২, ফিয়ার ৩, টম্ব রেইডার।
কিছু মাল্টিপ্লেয়ার গেম দরকার... লিঙ্ক দেন প্লিজ!
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » কম্পিউটার গেম » বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?
ফিফা ১১ গেমরেঞ্জারে ... প্রতিদিন বাংলাদেশীদের কাছে হারি কিন্তু ইন্ডিয়ানদের হারাই। বাংলাদেশিরাই BOSS । এনএফএস মোস্টওয়ান্টেড ২০১২, ফিয়ার ৩, টম্ব রেইডার।
কিছু মাল্টিপ্লেয়ার গেম দরকার... লিঙ্ক দেন প্লিজ!
The Wolf Among Us
কিছু মাল্টিপ্লেয়ার গেম দরকার... লিঙ্ক দেন প্লিজ!
Hawken, Ghost Recon Phantoms(Steam এ শুধু ইউরোপিয়ান ভার্সন আছে মেবি)।
মার্ডার্ডঃ সোল সাস্পেক্ট খেলতেছি। ভুত হয়ে রহস্যের কিনারা করতে মজাই আছে।
Nato এর alfa কম্পালাইলেড ভার্সন খেলছি এবং মস্ত মস্ত বাগ খোঁজে পাচ্ছি।
প্রথম লেভেলে গাড়ি যদি উল্টে কায়দামত পড়ে তাহলে গেম Exit না করে সে অবস্থা থেকে আর পরিত্রান পাওয়া যায়না।
কিউবি চালাই তাই আগের মতো গেম ডাউনলোড করার সামর্থ নাই তাই ছোট সাইজের এমএমওএফপিএস খোজাখোজি করছিলাম। অবশেষে বিগন্ ব্রাউজার গেমটা পেলাম। ভালোই করছে!
এখানে গেমটা খেলা যায় ফ্রিতেঃ http://www.nplay.com/BeGone/
কিউবি চালাই তাই আগের মতো গেম ডাউনলোড করার সামর্থ নাই তাই ছোট সাইজের এমএমওএফপিএস খোজাখোজি করছিলাম।
ভাল হয়েছে বাকিগুলোর নাম বলিনি, নাহলে সাইজ দেখে আমাকে ঝাড়ুর বাড়ি দেয়ার সম্ভবনা ছিল. . .
ভাল হয়েছে বাকিগুলোর নাম বলিনি, নাহলে সাইজ দেখে আমাকে ঝাড়ুর বাড়ি দেয়ার সম্ভবনা ছিল. .
এখন খালি গেমরেঞ্জারে ফিফা ১১ খেলি ... এফপিএস খেলতে আর ভালো লাগে না।
এলান ওয়েক খেলি।
watch dogs শেষ করার পর এখন bayonetta খেলছি। ডেভিল মে ক্রাই এর ফ্যান ছিলাম। এই গেমটাও অনেকটা একই ধাচের। হেব্বি এ্যাকশান। গেমটা জটিল লাগচেছে।
শেষ করার পর এখন bayonetta খেলছি।
কনসোল না থাকার কারনে খেলতে পারনাই
গেইম??? (y)
গেইম আমার সবসময় এর সঙ্গি,তা সেটা যে গেইম ই হোক......
আমি প্রথম গেইম খেলি নকিয়ার বিখ্যাত স্নেইক...। :x :) :lol:
আমার মনে হয় সবাই এই গেইমটা খেলেছেন......।এখন বর্তমানে আমি Throne Rush খেলতেছি......।। :lol: :lol:
মজাই মজা.........।। :lol: )+D (y) :dream: :x =))
আমার ভাল লাগে ভাইসিটি গেইম তাই এখন আমি ভাই সিটি গেইম চালাই
pess 13 khelchi. call of duty 2 ses korlam. Ekhon prototype 2 khelbo.
বর্তমানে ভাইসসিটি+বেটলফিল্ড ৪ খেলি।
এনএফএস রাইভালস আর গ্রিড ২ রে ভালো পাই।
ডেভিল মে ক্রাই -৫ খেলতেছি। একদম লাস্ট পর্যায়ে।
ধুর। পুরা থিমটাই চেঞ্জ হয়ে গেছ। এতোক্ষন ভালোই লাগছিলো্ কিন্তু লাস্ট পর্যায়ে টেলিখিশন বস দেখে খেলতে ইচ্ছা করছে না। বসটা মনিটরের ভিতর থেকে এটাক করে! রুপকথার গল্প থেকে ডিজিটাল শয়তান!!!!!!!!!!!!!!!
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » কম্পিউটার গেম » বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?
০.০৯৬৬৫৩৯৩৮২৯৩৪৫৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৫৮.১৪৯৬৬১৮৬১৪৮৯ টি কোয়েরী চলেছে