টপিকঃ বাঘ গরু খেলা
অনেকদিন আগে গ্রামের বাড়িতে খেলসিলাম বাঘ গরু খেলা নামিয় এক খেলা (আসল নাম নাও হতে পারে)। ছক কেটে খেলতে হয়, বাঘ গরুর উপর লাাফিয়ে গেলেই গরু মারা পড়ে। বোর্ডে বাঘের চেয়ে গরুর সংখ্যা বেশি থাকে। এতদিন পড়ে আর খেলার সব নিয়ম মনে নাই.. কারো যদি জানা থাকে দয়া করে জানালে ধন্য হব! এটা দিয়ে একটা ছোট কম্পিউটার গেম বানানোর ইচ্ছা ছিল...