টপিকঃ ল্যাপটপ এর সি ড্রাইভে সমস্যা

আমার ল্যাপটপ এ উইন্ডোজ ৮ আছে।।।।এখন সমস্যা হচ্ছে গত কিছুদিন ধরে ল্যাপটপ এর সি ড্রাইভের মেমোরি হঠাৎ করে আপডাউন করছে।।।।
যেমন : সি ড্রাইভের টোটাল মেমোরি ৮০ জিবি।।। খালি ছিল ২০ জিবি।।।।
কোন গেমস খেলার পর বা রিস্টার্ট দেওয়ার পর  হঠাৎ  করে দেখায় ১৪ জিবি।।।আবার কিছুক্ষন পর ৫ জিবি।।। ৪ জিবি।।।।
আবার ২-১ দিন পর ১০ জিবি -১১ জিবি।।।
অনেক ঘাটাঘাটি করেও সমস্যা বের করতে পারলাম না।।।

এক্রোনিস দিয়ে ব্যাকআপ নিয়ে রিস্টোর দিলে আবার ঠিকই ২০ জিবি চলে আসে।।।।কিন্তু কিছুক্ষন ব্যাবহার এর পর আবার একই সমস্যা।।।

এখন কিভাবে এ সমস্যা সলভ করব


আপনারা সাহায্য করলে অনেক উপকৃত হতাম

আমি নতুন করে উইন্ডোজ সেটাপ দিতে চাচ্ছি না।।।

Re: ল্যাপটপ এর সি ড্রাইভে সমস্যা

ভয়ের কিছু নাই টেম্প ফাইল সম্ভবত।

run >  %tmp%

run> temp

দিয়ে সব কিছু ডিলিট করে দেন।

শ্রাবন'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: ল্যাপটপ এর সি ড্রাইভে সমস্যা

ভাই বুঝলাম না।।সি ক্লিনার দিয়ে সব টেম্প ফাইল ক্ল্যার করছি, সমাধান হয় নি

Re: ল্যাপটপ এর সি ড্রাইভে সমস্যা

টিপসই দিবার চাই....স্বাক্ষর দিতে পারিনা......

Re: ল্যাপটপ এর সি ড্রাইভে সমস্যা

কিভাবে চেক করব

Re: ল্যাপটপ এর সি ড্রাইভে সমস্যা

সিস্টেম রিস্টোর পয়েন্ট অ্যাকটিভ করা আছে কিনা দেখেন। ওটা অ্যাকটিভ থাকলে অনেক সময় এরকম সমস্যা হয়।