টপিকঃ ICC

আজকের খেলা দেখে দুটি ব্যাপার ভাল ভাবে শিখতে পারলাম ।
১) আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড এর তত্তাবধায়ক কে ?
উত্তরঃ ইন্ডিয়া।
২) ক্রিকেট খেলা কত ধরণের ?
উত্তরঃ দুই ধরণের। আই.সি.সি এবং আই.পি.এল।
ব্যাপারটা এমন মনে হইছে যে , একটা বয়স আছে, যে বয়সে কোন ছোট ছেলে মেয়ে কোন খেলনার জন্য কান্না করলে তাকে ঐটা কিনে দিতেই হবে। না হলে মা-বাবার রেহাই নাই।
হ্যাঁ ইন্ডিয়ান বাচ্চারা তদের অবস্থাটাও আজকে এমন হইছে। খেলনা না পাইলে তরা শ্মশানে যাবি এইটা সত্য, নাহলে তদের জনগণ তদের শ্মশানে পাঠাত।
তদের কান্নার জন্য একবার খেলনা দিয়ে দিয়েছি মানে এই না প্রতিবার তদের দিব।
আজ আমার দেশে এসে এমন কাহিনী করে যাইতি তাহলে বেঁচে যেতে পারতি কিনা সন্দেহ।
কিন্তু আমরা স্বাধীন বাঙ্গালী, আমরা এভাবে ভিক্ষা করে কিছু জয় করি না। আমরা আমাদের নিজের মাথার ঘাম পায়ে ফেলে, লাখো বাঙ্গালীর রক্তের বিনিময় মাতৃভাষা অর্জন করেছি, এ দেশ স্বাধীন করেছি।
হ্যাঁ আমরা আমদের ভাষার জন্য প্রাণ দিয়েছি, যুদ্ধ করেছি , যা এ পৃথিবীর কোন জাতি করতে পারে নাই। আমরা মাথা উঁচু করে দাড়াই, তদের মত ভীতু আমরা নই, যারা খেলা শুরু হওয়ার আগে আম্পায়ারকে বিরিয়ানি খাওাইয়া আনে।
ঐ আম্পায়ারকে যদি পাইতাম,,,,,,,,
ঐ আম্পায়ার কে আহবান জানাইতাম সামনে বৈশাখ, আমাদের দেশের পান্তা-ইলিশ খেয়ে যেতে।
আমার দেশে আসলে তাকে ভাল মত পান্তা-ইলিশ খাওয়াবো এবং বুঝাই দিব যে আসলেই ইন্ডিয়ান বিরিয়ানির চেয়ে পান্তা-ইলিশ খাওয়া কত আরামদায়ক।
কিছু কিছু ব্যাপার আছে এগুলো বলতে চাইনা । সব মিডিয়ার সৃষ্টি , মিডিয়ার পরিবর্তন আনতে হবে।
সব শেষে হাজার সালাম #বাংলার #টাইগার .
আমরা গর্বিত তোমাদের জন্যে।
একটা অনুরোধ আমরা সবাই যেন আমাদের টাইগারদেরকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানাই।
আমি গর্বিত বাঙ্গালী।

Re: ICC

স্যালুট বস। আমরাই জীতেছি। আমরা সবই জানি। পুরাই পাতানো খেলা।

Re: ICC

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: ICC

আসলে ওরা খেলোয়ার না । ওরা ফিল্ম অভিনেতা। আমারা জানি অভিনেতারা অভিনয় বা পাতানোভাবে অভিনয় করে। এক ঘুসিতে একটা বিল্ডিং ভেঙ্গেফেলতে পারে। ওদের হাব-ভাব দেখেন না। কি ভাবে খেলাররা এডগুলা করে। মনে হয় ওরাই বলিউদের লায়ক।