সর্বশেষ সম্পাদনা করেছেন আল মেহেদী (২৬-১০-২০১৪ ২২:২৬)

টপিকঃ সাইকেল বিষয়ক পোস্ট

" DoN't FoLlOw mE, i'M lOsT tOo "

Re: সাইকেল বিষয়ক পোস্ট

আমি গত মাসে কোর প্রজেক্ট ২.০ (২০১৪) কিনলাম ২৩৫০০ দিয়ে। ভালো চলছে।

কখনো থামিনি, কখনো পিছন ফিরেও চাইনি। আর থামবোও না কোনদিন। চলছি। চলবই।

Re: সাইকেল বিষয়ক পোস্ট

MTB অফরোড রাইডিং এর জন্য বেশ ভাল। বালুতে স্কিড করার চান্স কম। তবে চালাতে কম্পারেটিভলি একটু বেশী জোর দিতে হয়।

হাইব্রীড বাইকগুলা ঠিক রোডবাইক না। এতে সাসপেনসন থাকে। মাঝারী একটা অবস্থা। আমি নিজে হাইব্রীড ইউজ করি। তবে একটু বিশাল, 700c টায়ার। 


আপনি ঠিক কি কাজে কিনবেন তার উপরে নির্ভর করে। আমার অফরোড ঘুরাঘুরি নাই বা থাকলেও খুবই কম। রেগুলার ইউজের জন্য আমার হাইব্রীড বেশী কাজে দেয়।

Re: সাইকেল বিষয়ক পোস্ট

রান কুশল পেরেরার। রান সংগ্রহে তৃতীয় অবস্থানে বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। এক ম্যাচ খেলে ১১২ রান করেছেন তিনি।???