শামীম ভাইয়ের তথ্য অনুযায়ী এবং আমার যতদূর ধারনা আছে, আমরা মূলত "ফ্রী" এবং "ফ্রীওয়্যার" দুইটা জিনিস মিক্স করে ফেলছি, ইজ দ্যাট কারেক্ট ?
বেসিকালী, Freeware, Shareware, Paid এ্যাপ। যার মধ্যে আমরা ফ্রীওয়্যারকে জাস্ট শর্টকাটে ফ্রী বলেই আখ্যায়িত করে থাকি।
শামীম ভাইয়ের যে ফ্রীডমের কথা বলছেন সেইটা নিয়ে একটু ঘাঁটার চেষ্টা করলাম। একমাত্র রিচার্চ স্টলম্যান আর fsf ছাড়া আর কোন লিংক চোখে পড়লো না। পুরো কম্পিউটার ইন্ডাস্ট্রিতে এই নিয়ে আর কেউই কোনদিন কথা বলে নাই ? স্ট্রেঞ্জ!!
আমি কিউরিয়াস এইটা জানতে, আপনি যে ধরনের ফ্রীডমটা বুঝাচ্ছেন সেই জিনিসটা আসলে কয়জনের দরকার হচ্ছে ?
একজন আম জনতা যে টেকনিক্যাল ব্যাপারে মাথা ঘামাচ্ছে না, তার রিক্যোয়ারমেন্ট কেবলমাত্র গান শোনা, মুভি দেখা, ব্রাউজিং এবং টুকটাক লেখালেখির ব্যাপারে সীমাবদ্ধ, সে তার ওই ওএস মডিফাই তো দূরের কথা, "গ্রাব" নামে একটা বস্তু আছে এইটা শুনলেই তার চোখ কপালে উঠে যাবে আমি নিশ্চিত।
আর, ফেসবুক ডিসকানেক্ট বা গুগোল ডিসকানেক্ট যে কাজটা করছে আল্টিমেটলি আপনি নিজেই সেইটা হয়তো ম্যানুয়ালী করছেন। কোথাও গেলেন, একগাদা ছবি তুলে নিয়ে আসলেন, ফোল্ডারের নামটাও হয়তো ওই ডেট + কই গিয়েছিলেন সেভাবে সেভ করে রাখলেন। বেসিকালী গুগোল+ফেসবুক ট্রেস করতেই থাকে, সম্পূর্ন নিজেদের স্বার্থেই অবশ্য।
এখন, আপনি চাচ্ছেন না আপনাকে তারা ট্রেস করুক। আপনার প্রেফারেন্স সম্পর্কে জানুক। ব্যাপারটা কি অনেকটা তাই ?
ওয়েল, এখন আমি ২০১৫ তে এসে একটা AI চাই যেটা আমার পছন্দ বুঝে নিয়ে সকালে আমাকে কফি বানিয়ে দিবে এবং সেটা আমাকে প্রতিদিন তাকে লগ করে দিতে হবে না, সেক্ষেত্রে তাকে ওইটুকু জানতে দিতেই হবে আপনি কি চাচ্ছেন এক্সাক্টলি, আনলেস আমি সেটা ম্যানুয়ালী ওইটাকে প্রতিদিন বলে না দেই।
আর টকিং এবাউট দ্যা প্রাইভেসী, দুইধরনের জিনিস আমরা প্রাইভেসী চাই। এক, একান্তই নিজেদের ব্যাপার, যেটা আমরা ম্যাস মিডিয়াতে জানাতে চাই না, দুই, কোন এ্যামব্যারাসিং বা ক্রিমিনাল টাইপ এক্টিভিটি যেটা নিজের নিরাপত্তার জন্য হুমকি।
প্রথমটা চাইলেই আপনি হাইড করতে পারছেন, জাস্ট সেই ইস্যুগুলো নিয়ে মিডিয়াতে ইন্টারএ্যাক্ট না করলেই হইলো।
দ্বিতীয়ব্যাপারটা একটু ক্রিটিকাল, বর্তমান সময়ে বেশীরভাগ ক্রাইমই সাইবার রিলেটেড, আপনার নিরাপত্তা এইখানে প্রায়োরিটি পাচ্ছে। কিন্তু সমস্যা আগে থেকেই শুরু হয়ে আছে। আপনার ইনটেনশনই অলরেডী খারাপ, একটা ওএস ট্রেস করে আর কি দোষ করবে ?
আর নিরাপত্তা বা প্রাইভেসীর চিন্তাই যদি করা হয়, তাহলে এইসব AI বা ফ্রীডম নিয়ে মাথা না ঘামিয়ে সত্যিকারের ইনটেলিজেন্স ওয়ালা লোকজন থেকে ১০০ হাত দূরে থাকা বেটার। কারন আপনার বাসার দারোয়ান জানে আপনি কখন বের হন, কখন আসেন, কয় তলায় থাকেন আরো হ্যান ত্যান একগাদা ছোটখাট ইনফরমেশন। তার যদি নিতান্তই ইনটেনশন খারাপ থাকে তাহলে আপনাকে আগে তো সেই দারোয়ানকে হটাতে হবে। ফেসবুকে কে আপনার ছবি নিয়ে গেল তার থেকে এইটা বেশী ইমপরট্যান্ট কেউ আমার বাসায় ডাকাতি করতে আসছে কিনা।
সম্ভবত অপ্রয়োজনীয় কথাবার্তা বলে ফেলেছি অনেক।
পি:এস: সম্ভবত সিনেমার ডায়ালগ: ভাল এবং সৎ পথে থাকলে মানুষ এক্সপোজড হওয়া নিয়ে ডরায় না, ডরায় তখনই যখন তারা মিথ্যা আর অন্যায়ের আশ্রয় নেয়।
হোয়াই শ্যুড আই বি স্কেয়ার্ড ইফ গুগোল অর ফেসবুক ট্রেস মাই প্রেফারেন্সেস ? বরং আজাইরা যেসব জিনিসপত্র আমার পছন্দ না সেটা মেপে নিয়ে ফেসবুক যখন ওইসব এ্যাড আর দেখাবে না তখণই বরং আমার বেটার ফীল করার কথা। এর বাইরে ফেসবুক কি জানবে আমার ? DoB, Blod Group, কয় ভাই কয় বোন ? কত চিনিনা জানিনা লোকও সেইসব ইনফরমেশন জানে। :S