সর্বশেষ সম্পাদনা করেছেন twityador00 (১৫-০৩-২০১৫ ২১:৫২)

টপিকঃ গ্রাফিক্স কার্ড সেট আপ সম্পর্কিত এর সাহায্য

ভাইয়ারা আমি আগে কখনো গ্রাফিক্স কার্ড ব্যবহার করি নি । আমি গ্রাফিক্স কার্ড ছাড়াই আনেক গেম খেলেছি কিন্তু সমস্যা হল এখন গ্রাফিক্স কার্ড লাগানোর পর ও বড় বড় গেম গুলো ভালো মত খেলতে পারছি না। যেমন : ফেবল এনিভারসেরি, ডেভিল মে ক্রাই-৫। গ্রাফিক্স কার্ড ছাড়া তুলনা মুলক ছোট গেম গুলো আগে খেলতে পরতাম; যেমন: টম রাইডার, ইনক্রেডিবল হাল্ক, স্পাইডার ম্যান-২।, এখন ও পারি। কিন্তু বড় গেম যার জন্য গ্রাফিক্স কার্ড কিনলাম সেগুলোর না ভিজুয়েল কোযালিটি ভালো দেখায় না স্মুথলি খেলতে পারছি। স্লো আর আটকে আটকে আসে।
আমি SAPPHIRE (Radeon) HD5450 DDR3 ২ জিবি গ্রাফিক্স কার্ড লাগিয়েছি। সেট আপ ও দিলাম সিডি দিয়ে।
সেট আপ এ দুইটি ওপশন আছে
১/ Express
২/ Custom
এখন আমি Custom নির্বাচন করে  সবগুলেকে মার্ক করে ইন্সল করেছি।
বাড়তি সফ্টওয়ার বলতে .net Frem work, Vcard, Directx ইন্সটল করেছি।
এখন আমাকে আর কি করতে হবে?
নাকি গ্রাফিক্সের কোন অপশন চেন্জ করতে হবে। মানে Radeon Catalist Control Center থেকে গেম এর কোন অপশন পরিবর্তন করতে হবে?
একটু বিস্তারিতো জানালে ইপকৃত হব।

সর্বশেষ সম্পাদনা করেছেন সাইফুল_বিডি (১৫-০৩-২০১৫ ২৩:৪০)

Re: গ্রাফিক্স কার্ড সেট আপ সম্পর্কিত এর সাহায্য

কি কি গেম খেলতে পারছেন না , আর আপনার পিসির কনফিগারেশন কি ? অপারেটিং সিস্টেম কত বিটের ?

এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।

সর্বশেষ সম্পাদনা করেছেন twityador00 (১৫-০৩-২০১৫ ২৩:৫২)

Re: গ্রাফিক্স কার্ড সেট আপ সম্পর্কিত এর সাহায্য

আমার কপিউটার কনফিগ:
Processor: Duale core 2.90 GHZ
Matherboad: Foxconn
RaM: 4gb DDR3
Windows; 7 ultimate. 32 bit
Graphics: Sapphir Readon HD5450 2gb DDR3
আমি অসলে ডিভিডি থেকে গেম কপি করে খেলি। আর দুই বা তিন ডিক্সের সকল গেম এ সমস্যা হয় । স্লো আর আটকে আটকে থেলতে হয়। যেমন: Assasin creed, davil may cry-4/5, Feble anivarsary ইত্যাদি। যেগুলা খেলা যায় সেগুলো গ্রাফিক্স কার্ড ছাঢ়াই খেলা যায়। এবং এফেক্ট ও গ্রাফিক্স ছাড়া ভারোই হয়। গ্রাফিক্সে ও কোনো প্রভাব পড়ে না।

Re: গ্রাফিক্স কার্ড সেট আপ সম্পর্কিত এর সাহায্য

5450 প্রায় অচল জিনিস। আমার মান্ধাতার আমলের ডেস্কটপের মান্ধাতার আমলের 210 এও এর থেকে বেটার পার্ফর্মেন্স আসে। তবে যতটা খারাপ বলছেন এতটা খারাপও অবশ্য হওয়ার কথা না।
এখন যেটা করতে পারেন, উইন্ডোজ ৬৪ বিট ইউজ করুন। কারন ৩২বিট উইন্ডোজ আপনার ৪জিবি র্যাম পুরো ইউজ করতে পারছে না। র্যাম কম হওয়ার কারণে গেম ল্যাগ করতে পারে। আর লেটেস্ট ড্রাইভার ইউজ করুন।

সর্বশেষ সম্পাদনা করেছেন twityador00 (১৬-০৩-২০১৫ ০০:১৯)

Re: গ্রাফিক্স কার্ড সেট আপ সম্পর্কিত এর সাহায্য

লেটেস্ট কি অনলাইন থেকে ট্রাই করবো? গ্রাফিক্সের সাথে সিডি ড্রাইভার থেকে ইন্সটল করেছি।  তবে আ িতো তেমন লেটেস্ট কনফিগারেশন এর গেম ও খেলছি না। আচ্ছা দেখি

Re: গ্রাফিক্স কার্ড সেট আপ সম্পর্কিত এর সাহায্য

5450 হইলো সবচাইতে বাজে কার্ড। আপনাকে কে এইটা কেনার রিকমেন্ডেশন দিয়েছে? এটা দিয়ে সব গেম ই চলবে কিন্তু আটকাবে। কিছু করার নাই।

Re: গ্রাফিক্স কার্ড সেট আপ সম্পর্কিত এর সাহায্য

অন্যের কাছ থেকে যে ব্যবহার প্রত্যশা করেন আগে নিজে সে আচরন করুন।

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন twityador00 (১৭-০৩-২০১৫ ২২:৫৪)

Re: গ্রাফিক্স কার্ড সেট আপ সম্পর্কিত এর সাহায্য